লঙ্কান প্রিমিয়ার লিগে দল কিনল সালমান পরিবার

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২২ অক্টোবর ২০২০, ১০:৪৪ | প্রকাশিত : ২২ অক্টোবর ২০২০, ১০:৪২

শাহরুখের মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জন্মলগ্ন থেকে সাড়াজাগানো নাম। বিগত বছরগুলিতে ক্যারিবিয়ান প্রিমিয়র লিগেও শাহরুখের নাইট ফ্র্যাঞ্চাইজি জনপ্রিয়তা ফেলেছে দারুণ। এছাড়া বলিউড অভিনেতাদের মধ্যে আইএসএলের বিভিন্ন টিমের ভাগীদার রয়েছেন বলিউডের একাধিক অভিনেতা।

চেন্নাইয়িন এফসি’র মালিক হিসেবে যেমন শেয়ার রয়েছে বচ্চন পরিবারের (অভিষেক বচ্চন)। তেমনই মুম্বাই সিটি এফসি’র একটা বড় অংশের মালিকানা রয়েছে অভিনেতা রনবীর কাপুরের। এফসি গোয়ার মালিক হিসেবে একসময় ছিলেন বলিউড হার্টথ্রব ঋত্বিক রোশন। কিন্তু এখনও অবধি ক্রিকেট কিংবা ফুটবল কোনও বিভাগেই কোনও ফ্র্যাঞ্চাইজি লিগে দল কিনতে দেখা যায়নি সালমান খানকে। এবার শাহরুখের পথে হেঁটে ক্রিকেটে একটি দল কিনতে চলেছে সালমান খান। তবে সালমান খান প্রত্যক্ষভাবে নন, খুব শীঘ্রই শুরু হতে চলা লঙ্কা প্রিমিয়ার লিগের একটি দল কিনল সালমানের পরিবার।

আগামী ২১ নভেম্বর থেকে শুরু হতে চলা লঙ্কা প্রিমিয়ার লিগে বিনিয়োগ করলেন সালমানের ভাই অভিনেতা সোহেল খান। লিগে ক্যান্ডি তাস্কার্স দলটি কিনে নিলেন অভিনেতা। অভিষেক মৌসুমে সোহেলের দলের হয়ে মাঠে দেখা যাবে ‘ইউনিভার্স বস’ ক্রিস গেইলকে। গেইল ছাড়াও সোহেলের দলে থাকছেন স্থানীয় তারকা ক্রিকেটার কুশল পেরেরা। দ্বীপরাষ্ট্রের দুই টি-২০ স্পেশালিষ্ট ক্রিকেটার কুশল মেন্ডিস এবং নুয়ান প্রদীপ। এছাড়া রয়েছেন ইংরেজ তারকা লিয়াম প্লাঙ্কেট।

ফ্র্যাঞ্চাইজি কেনার পর সোহেল বলেন, ‘আমরা এই আকর্ষণীয় উদ্যোগের অংশীদার হতে পেরে অত্যন্ত আনন্দিত। লঙ্কা প্রিমিয়ার লিগের প্রথম বছরে আমাদের দলের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। ক্রিকেট নিয়ে শ্রীলঙ্কার দর্শকদের উন্মাদনার কথা কারও অজানা নয়। আমি নিশ্চিত নিজেদের দলকে সমর্থনের জন্য তারা বড় সংখ্যায় স্টেডিয়ামে জড়ো হবেন।’

আইপিএল শেষ হওয়ার ঠিক পরেই আগামী ২১ নভেম্বর অনুষ্ঠিত হবে লঙ্কা প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচ।

সোহেল আরও বলেন, ‘অবশ্যই ইউনিভার্স বস ক্রিস গেইল আমাদের দলের অন্যম চালিকাশক্তি। তবে সে একা নয়। তারুণ্যের সঙ্গে অভিজ্ঞতার সংমিশ্রণে আমাদের একটা দারুণ দল তৈরি হয়েছে। আমি আমার দলকে ফাইনালে দেখতে চাই।’

পাল্লেকেলে, ক্যান্ডি এবং হাম্বানতোতা স্টেডিয়ামে ১৫ দিন ধরে টুর্নামেন্টের ২৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

(ঢাকাটাইমস/২২ অক্টোবর/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

অলিম্পিকের জন্য নতুন রূপে সাজছে ঐতিহ্যের শহর প্যারিস

চ্যাম্পিয়নস লিগ: রিয়ালের কাছে হারে কোনো অনুশোচনা নেই গার্দিওলার

‘সবাই ভেবেছিল আমরা শেষ, কিন্তু রিয়াল মাদ্রিদ কখনো মরে না’

যুক্তরাষ্ট্রের ক্রিকেটের দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ স্টুয়ার্ট ল

আইপিএলে মুস্তাফিজের পরবর্তী ম্যাচ কবে, কখন

নিউজিল্যান্ড-পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ

বাংলাদেশের নতুন স্পিন কোচ কিংবদন্তি মুশতাক আহমেদ

পেনাল্টি নিতে খেলোয়াড়দের ধাক্কাধাক্কি, কড়া হুঁশিয়ারি কোচ পচেত্তিনোর

উইজডেনের বর্ষসেরার তালিকায় অস্ট্রেলিয়ার তিন ও ইংল্যান্ডের দুইজন

সার্বিয়ান ওপেনে ইরানি নারী তায়কোয়ান্দোদের ২ পদক

এই বিভাগের সব খবর

শিরোনাম :