আমরা ফাইনালে খেলার যোগ্য নই: তামিম

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২২ অক্টোবর ২০২০, ১১:৪৩ | প্রকাশিত : ২২ অক্টোবর ২০২০, ১১:৩১

নাজমুল একাদশের কাছে গুরুত্বপূর্ণ ম্যাচে মাত্র ৭ রানে হেরে বিসিবি প্রেসিডেন্টস কাপ থেকে বিদায় নিয়েছে তামিম একাদশ। টুর্নামেন্ট থেকে বাদ পড়ে তামিম একাদশের অধিনায়ক তামিম ইকবালের কন্ঠে ঝড়েছে চরম হতাশা। অথচ এই ম্যাচ কোনোমতে জিতলেই ফাইনালে উঠতেন তামিমরা।

৪১ ওভারের ম্যাচে তামিমদের লক্ষ্য মোটেও আহামরি ছিল না। কিন্তু ১৬৪ রানের লক্ষ্যে নেমেও এমন নাকানিচুবানি খেয়ে পরাজয় মানতে পারছেন না তামিম, যিনি অর্ধশতক হাঁকিয়ে দলকে ভালো শুরুও এনে দিয়েছিলেন। তার বিদায়ের পর অন্য ব্যাটসম্যানরা ব্যর্থতার পরিচয় দিলে দল খেই হারিয়ে ফেলে। যদিও ব্যর্থতার জন্য তামিম নিজেকেও রাখছেন কাঠগড়ায়।

তামিমের মতে, তার দল ফাইনালে ওঠার যোগ্যতাও রাখে না। হতাশা প্রকাশ করে তামিম বলেন, ‘পুরো টুর্নামেন্টে আমরা যেভাবে ব্যাটিং করেছি, আমার মনে হয় আমরা ফাইনালে খেলার যোগ্যতা রাখি না। আমি যখন আউট হই তখনো বলের সাথে রানের অনেক ব্যবধান ছিল, প্রয়োজনের রানের চেয়ে ৩০ বল বেশি ছিল। ঐ জায়গা থেকে এই জায়গায় ম্যাচ এসে যাবে এটা আমি নিজেও কল্পনা করিনি। তিন ম্যাচেই আমরা দল হিসেবে ভালো ব্যাটিং করতে পারিনি।’

চার ম্যাচের এক ম্যাচ জেতা অধিনায়ক ব্যাটিং ব্যর্থতায় হতাশ হলেও বোলারদের প্রশংসা করতে ভোলেননি। তিনি বলেন, ‘সব ম্যাচেই বোলিং ইউনিট ভালো পারফর্ম করেছে। সাইফউদ্দিন, শরিফুল, মেহেদী... বোলারদের পারফরম্যান্স সত্যিই ভালো ছিল। তবে আমিসহ সব ব্যাটসম্যানের পারফরম্যান্স যতটা ভালো হওয়ার কথা ছিল তার কাছাকাছিও যায়নি।’

(ঢকাটাইমস/২২ অক্টোবর/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :