ট্রাম্প তো নিজেকেই রক্ষা করতে পারেননি: ওবামা

প্রকাশ | ২২ অক্টোবর ২০২০, ১২:৪৮ | আপডেট: ২২ অক্টোবর ২০২০, ১৩:৫৮

আন্তর্জাতিক ডেস্ক

যে মানুষ নিজেকে রক্ষা করার প্রাথমিক পদক্ষেপগুলি মেনে চলতে পারেন না, তিনি আমাদেরও রক্ষা করতে পারবেন না- বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এভাবেই বেনজির আক্রমণ করেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। খবর সিএনএনের।

ফিলাডেলফিয়ায় ‘লিঙ্কন ফিনান্সিয়াল ফিল্ডে’র কাছে বক্তব্য রাখার সময় তিনি বলেন, ‘গত আট মাসে মহামারির প্রকোপে দেশে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। ডোনাল্ড ট্রাম্প আমাদের সুরক্ষা দিতে পারবেন না। তিনি তো নিজেকে রক্ষা করার প্রাথমিক পদক্ষেপগুলিই করে উঠতে পারেননি।’

ট্রাম্পকে কটাক্ষ করে ওবামা বলেন, ‘এটা কোনো রিয়েলিটি শো নয়। কিন্তু তার অযোগ্যতার এমন এক রিয়েলিটি, যার মধ্যে মানুষকে থাকতে হচ্ছে।’

প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিসের নাম করে ওবামা বলেন, ‘জো এবং কমলা শীর্ষে থাকলে আপনাদের ওর (ট্রাম্প) মুখ থেকে প্রতিদিন প্রলাপ শুনতে হবে না। আপনারা নিজেদের জীবনযাপন করবেন এটা ভেবে যে, প্রেসিডেন্ট অন্তত এমন কন্সপিরেসি থিয়োরি রিটুইট করবেন না, যেখানে দাবি করা হবে পৃথিবীজুড়ে ছড়িয়ে রয়েছে গোপন কেবল কিংবা মার্কিন নেভি সিল বিন লাদেনকে হত্যা করেনি।’

সাবেক প্রেসিডেন্ট আরও জানান, তিনি গত চার বছরে আশা হারাননি। তিনি বলেন, ‘আশা মানে অন্ধ আশাবাদ নয়। সমস্যাকে এড়িয়ে যাওয়া নয়। আশা হল কঠিন সময়েও বিশ্বাস রাখতে পারা যে আমরা এটাকে অতিক্রম করতে পারব এবং আরও সুন্দর একটা পৃথিবী পাব এবং এভাবেই আমি গত চার বছর ধরে আমি আশা হারাইনি। আমি পাগল হয়ে যাচ্ছিলাম। অবসাদে ভুগছিলাম। কিন্তু আশা হারাইনি। কারণ আমি কখনও আশা করিনি উন্নতি সরাসরি সরলরেখা মেনেই চলবে।’

ঢাকা টাইমস/২২অক্টোবর/একে