জাল ভিসা দিয়ে প্রতারণা, মূল হোতা গ্রেপ্তার

প্রকাশ | ২২ অক্টোবর ২০২০, ১২:৫৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

রাজধানীর মিরপুরের শাহ্আলী থানা থেকে বিভিন্ন দেশের জাল ভিসা দিয়ে প্রতারণা চক্রের মূল হোতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার নাম সিদ্দিকুর রহমান ওরফে সিদ্দিক বিশ্বাস।

বৃহস্পতিবার সকালে র‌্যাব-৪ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানিয়েছে, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে ভোররাতে রাজধানীর মিরপুরের শাহ্ আলী থানার উত্তর বিছিলের কুসুমবাগ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে সিদ্দিককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ভিসা প্রতারক প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবকে জানিয়েছে, সে দীর্ঘদিন ধরে রাজাধানীর মিরপুর বিছিল, মাজার রোড ও মোহাম্মদপুরের রিং রোডসহ বিভিন্ন এলাকায় Octopus 2010 (BD) ltd. নামে অফিস খোলে। এরপর বিদেশে যেতে ইচ্ছুক দেশের বিভিন্ন এলাকার সাধারণ মানুষকে মালয়েশিয়া, রাশিয়া, ইউরোপ ও ভারতসহ বিভিন্ন দেশে ভালো বেতনে চাকরির প্রলোভন দেখায়। সেই চাকরির নামে জাল ভিসা দিয়ে প্রতারণা করে আসছিল সিদ্দিক। তার বিরুদ্ধে মিরপুরের শাহ্ আলী থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে র‌্যাব।

ঢাকাটাইমস/২২অক্টোবর/এআর/এমআর