ইনজুরিতে মাশরাফি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ অক্টোবর ২০২০, ১৩:৪৫

বাংলাদেশ দলের ক্রিকেটাররা মাঠে ফিরলেও ফেরেননি সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তিনি অনুশীলনের ভেতরে নেই বলেই চলতি ওয়ানডে টুর্নামেন্টে নেই বলা হয়েছিল। চলতি বছরের মার্চ মাসে সর্বশেষ মাঠে নেমেছিলেন মাশরাফি। তখন থেকে করোনাভাইরাসের প্রকোপে ক্রিকেটও বন্ধ হয়ে গিয়েছিল। এরপর ব্যক্তিগত ও দলীয় অনুশীলনে অন্যান্য ক্রিকেটাররা ফিরলেও মাশরাফি আর ফেরেননি। খেলছেন না বর্তমানে চলমান বিসিবি প্রেসিডেন্টস কাপেও।

বিসিবি প্রেসিডেন্টস কাপ শুরু হওয়ার আগেই প্রশ্ন উঠেছিল এই টুর্নামেন্টে মাশরাফি খেলবেন কি না। তখন নির্বাচকরা জানিয়েছিলেন নড়াইলের এই বোলার অনুশীলন ও জৈব সুরক্ষা বলয়ের মধ্যে নেই বলে ওয়ানডে টুর্নামেন্টটিতেও খেলতে পারবেন না। তবে টি-টোয়েন্টি টুর্নামেন্টে তাকে দেখা যেতে পারে বলে আশা প্রকাশ করেছিলেন।

এবার কর্পোরেট টি-টোয়েন্টি টুর্নামেন্টটিতেও মাশরাফির খেলা নিয়ে এসেছে সংশয়। তিনদিন আগে রানিং করতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন মাশরাফি। গত কয়েকদিন ধরে সকালে সিটি ক্লাব মাঠে ফুটবল খেলে আসছিলেন মাশরাফি। এর এক ফাঁকে রানিং করতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান অভিজ্ঞ এই ক্রিকেটার।

চোট পাওয়ায় গত দুদিন রানিং করেননি তিনি। বিষয়টি নিয়ে গণমাধ্যমকে মাশরাফি বলেন, ‘রানিং করতে গিয়ে তিনদিন আগে হ্যামস্ট্রিংয়ে ব্যথা পেয়েছি। যে কারণে পরের দুদিন আর রানিং করা হয়নি।’

বিষয়টি নিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেন, ‘বিষয়টি মাশরাফি আমাকে জানিয়েছে। কী কী করতে হবে, প্রাথমিক সেই চিকিৎসার কথা আমরা ফোনে ওকে জানিয়েছি।’

প্রাথমিক চিকিৎসার পাশাপাশি মাশরাফিকে স্ক্যান করানোর পরামর্শ দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘চতুর্থ দিনে একটা স্ক্যান করিয়ে নিলে ভালো হয়। তাহলে আমরা বুঝতে পারব কতটুকু আঘাত পেয়েছে। আজ চতুর্থ দিন, আমি ম্যাসেজ করে ওকে জানিয়েছি সম্ভব হলে যেন একটা স্ক্যান করে ফেলে।’

গত মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ ম্যাচ খেলেন মাশরাফি। ওই সিরিজেই ওয়ানডের অধিনায়কত্ব ছাড়েন তিনি। এরপর কোনো ধরনের ম্যাচ খেলা হয়নি তার। বলা যায় গত ৮ মাস ধরে ক্রিকেট থেকে বিচ্ছিন্নই ছিলেন অভিজ্ঞ এই ক্রিকেটার।

আগামী নভেম্বরে কর্পোরেট টি-টোয়েন্টি দিয়ে মাঠে ফেরার লক্ষ্য মাশরাফির। এ কারণেই একটু একটু করে নিজেকে প্রস্তুত করা শুরু করেছিলেন তিনি। এখানেও বিরতি পড়লো হ্যামস্ট্রিং চোটের কারণে।

করোনাকালে কম ঝড় যায়নি মাশরাফি বিন মুর্তজা ও তার পরিবারের ওপর দিয়ে। পরিবারের প্রথম সদস্য হিসেবে করোনায় আক্রান্ত হন মাশরাফি। এরপর তার স্ত্রী সুমনা হক, ছোট ভাই মোরসালিন ও তার স্ত্রী করোনায় আক্রান্ত হন। কিছুদিন পর মাশরাফির বাবা-মাও করোনায় আক্রান্ত হন।

সর্বশেষ মাশরাফির ছেলে সাহেল ও মেয়ে হুমায়রা করোনায় আক্রান্ত হয়েছে।

(ঢাকাটাইমস/২২ অক্টোবর/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :