পাটুরিয়া ঘাটে পারের অপেক্ষায় তিন শতাধিক যান

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ অক্টোবর ২০২০, ১৪:৪০

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে সীমিত আকারে ফেরি চলাচল করায় বাড়তি যানবাহনের চাপ পড়েছে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে। ফলে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে হাজার হাজার যানবাহন শ্রমিক ও যাত্রীদের।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বানিজ্য) মহিউদ্দিন রাসেল জানান, সকাল থেকে ১৮টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। সবগুলো ঘাট দিয়েই যানবাহন পারাপার করা হচ্ছে। শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে সীমিত আকারে ফেরি চলায় পাটুরিয়ায় অতিরিক্ত যানবাহন আসছে।

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে পাটুরিয়ায় তিন শতাধিক পণ্যবাহী ট্রাক, অর্ধশতাধিক যাত্রীবাহী বাস ফেরি পারাপারের অপেক্ষায় আছে। বাস এবং ছোট গাড়ির চাপ কমে গেলে সিরিয়াল অনুযায়ী সাধারণ পণ্যবাহী ট্রাকগুলোকে পার করা হবে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সবগুলো ঘাট দিয়ে গাড়ি পারাপার করার কারণে বর্তমানে উথুলী সংযোগ সড়কে কোনো গাড়ি নেই। যানবাহনের চাপও কম রয়েছে।

ঢাকাটাইমস/২২অক্টোবর/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :