উঠতি বয়সী কিশোরীর বাড়তি যত্নে করণীয়

আয়শা সিদ্দিকা
 | প্রকাশিত : ২২ অক্টোবর ২০২০, ১৪:৫৪

১০-১৯ বছর বয়স। এই সময়টা কিশোরীর জীবনে অনেক গুরুত্বপূর্ণ। এ সময় কিশোরীর মাসিক চক্র শুরু হয়। এ সময় তাদের বাড়তি পুষ্টির চাহিদা থাকে। আজকের কিশোরী একজন ভবিষ্যৎ মা। তাই খাদ্যের মধ্যেই তার এই বাড়তি চাহিদা মেটানো যায় খুব সহজে।

উঠতি বয়সী কিশোরীদের এ সময় প্রতিদিন তাদের গ্রোথ হতে থাকে। ফলে তার প্রোটিনের চাহিদা বাড়তে থাকে। প্রতিদিন ১-২টি ডিম, ১-২ টুকরা মাছ বা মাংসের টুকরা দিয়ে তার প্রোটিনের এই বাড়তি চাহিদা মেটানো সম্ভব।

এছাড়া দুধ বা দুধের তৈরি খাবার তাকে প্রতিদিন খেতে দিলে তার প্রোটিনের চাহিদা মেটানোর পাশাপাশি ক্যালসিয়ামের চাহিদাও পূরণ করা সম্ভব। এতে তার হাড়ের ক্ষয় হওয়াও রোধ হবে।

মাসিকের সময় কিশোরীর আয়রনের বাড়তি চাহিদা থাকে। এ সময় কলিজা, সামুদ্রিক মাছ, আনার, কলা-- এ জাতীয় খাবার বেশি করে দেওয়া উচিত।

এছাড়াও হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়ার কারণ হতে পারে বি ভিটামিনের ঘাটতি, তাই কিশোরীকে দুধ, পনির, টুনা মাছ, ডিম, সবুজ শাক-সবজি , কলা, বাদাম দেওয়া উচিত।

তাকে প্রতিদিন ১-২.৫ লিটার পানি পান করতে হবে এবং অবশ্যই শারীরিকভাবে সক্রিয় থাকতে হবে।

খাদ্যের পাশাপাশি তার মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে হবে। এ সময় অনেক কিশোরী মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। তার পাশে থাকতে হবে এবং তাকে বুঝতে হবে, বোঝাতে হবে যে এটা স্বাভাবিক প্রক্রিয়া।

লেখক: পুষ্টিবিদ, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল, ধানমন্ডি, ঢাকা।

ঢাকাটাইমস/২২অক্টোবর/এসকেএস

সংবাদটি শেয়ার করুন

স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

স্বাস্থ্য এর সর্বশেষ

ঔষধি গাছ থেকে তিন শতাধিক ওষুধ তৈরি হচ্ছে ইরানে

কণ্ঠের সব চিকিৎসা দেশেই রয়েছে, বিদেশে যাওয়ার প্রয়োজন নেই: বিএসএমএমইউ উপাচার্য 

এপ্রিল থেকেই ইনফ্লুয়েঞ্জা মৌসুম শুরু, মার্চের মধ্যে টিকা নেওয়ার সুপারিশ গবেষকদের

স্বাস্থ্য খাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী

ভাতা বাড়লো ইন্টার্ন চিকিৎসকদের

বিএসএমএমইউ বহির্বিভাগ ৪ দিন বন্ধ, খোলা থাকবে ইনডোর ও জরুরি বিভাগ

তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের কাজ করতে বললেন স্বাস্থ্যমন্ত্রী

বিএসএমএমইউতে বিশ্বের সর্বোৎকৃষ্ট মানের চিকিৎসা নিশ্চিত করা হবে: ভিসি দীন মোহাম্মদ

ঈদের ছুটিতে স্বাস্থ্যসেবা নিশ্চিতে যেসব নির্দেশনা মানতে হবে হাসপাতালগুলোকে

কেন বিপজ্জনক হয়ে উঠেছিল অ্যানেসথেসিয়ার পুরনো ওষুধ

এই বিভাগের সব খবর

শিরোনাম :