গোপালগঞ্জে করোনা পরীক্ষার ল্যাব উদ্বোধন

গোপালগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ অক্টোবর ২০২০, ১৫:৪২

গোপালগঞ্জে করোনা পরীক্ষার জন্য আরটিপিসিআর ল্যাবের উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজে এই ল্যাবের উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. খান গোলাম মোস্তফা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলামসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

এ সময় শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. খান গোলাম মোস্তফা সাংবাদিকদের জানান, আগে গোপালগঞ্জ থেকে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে ফরিদপুর মেডিকেল কলেজে পাঠানো হতো এবং সেখান থেকে তিনদিন পরে রেজাল্ট আসতো।

এখন থেকে গোপালগঞ্জের এই পিসিআর ল্যাবের মাধ্যমে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহের ২৪ ঘণ্টার মধ্যেই ফলাফল পাবেন জনগন। এখানে পর্যাপ্ত পরিমান কিট রয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

(ঢাকাটাইমস/২২অক্টোবর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :