গাজীপুরে পোশাকশ্রমিককে দলবেঁধে ‘ধর্ষণ’, আটক ৩

প্রকাশ | ২২ অক্টোবর ২০২০, ১৫:৪৪ | আপডেট: ২২ অক্টোবর ২০২০, ১৫:৪৬

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

গাজীপুরের কাশিমপুরে পোশাকশ্রমিককে দলবেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাতে কাশিমপুরের সারদাগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আমিনুল ইসলাম, বায়েজিদ ও শাহাদত নামে তিনজনকে আটক করেছে পুলিশ।

এদিকে, এ ঘটনার বিচার চেয়ে বৃহস্পতিবার সকালে ওই পোশাকশ্রমিকের সহকর্মীরা কাশিমপুর থানার সামনে বিক্ষোভ করেছে।

পুলিশ ও শ্রমিকরা জানান, সারদাগঞ্জ এলাকার একটি পোশাক কারখানার ওই নারী শ্রমিক রাতে কারখানা ছুটির পর বাসায় ফিরছিলেন। পথে ৫/৬ জন যুবক তাকে জোরপূর্বক রাস্তা থেকে তুলে নেয়। পরে স্থানীয় স্কয়ার গেট এলাকার নির্জন স্থানে নিয়ে তাকে পালাক্রমে ধর্ষণ করে। এরপর ওই নারীর পরিবারের লোকজনের কাছে ফোনে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে তারা। বিষয়টি জানাজানি হলে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আমিনুল, বায়েজিদ এবং শাহাদতকে আটক করে।

গাজীপুর মেট্টোপলিটন কাশিমপুর থানার ভার্রপাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব এ খুদা জানান, এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে। এছাড়া, ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহম্মদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/২২অক্টোবর/পিএল)