প্যারিস মাস্টার্সে খেলার ঘোষণা নাদালের

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ অক্টোবর ২০২০, ১৬:৩০

আগামী মাসে প্যারিস মাস্টার্সে খেলার ঘোষণা দিয়েছেন রাফায়েল নাদাল। এর আগে অবশ্য তিনি বলেছিলেন এ বছর আর কোর্টে নামছেন না।

৩৪ বছর বয়সী এই স্প্যানিয়ার্ড চলতি মাসের শুরুতে ক্যারিয়ারের ১৩তম ফ্রেঞ্চ ওপেন শিরোপা জিতে রেকর্ড গড়েছেন। রোলা গাঁরোর একপেশে ফাইনালে তিনি বিশ্বের এক নম্বর তারকা নোভাক জোকোভিচকে পরাজিত করে শিরোপা জয় করেন।

এক টুইটার বার্তায় তিনি প্যারিসের ইনডোর মাস্টার্সে খেলার ঘোষণা দেন। এ সময় নিজেকে ইনডোর অনুশীলনে ব্যস্ত রাখার একটি ছবিও পোস্ট করেছেন।

আগামী ২-৮ নভেম্বর প্যারিস মাস্টার্স অনুষ্ঠিত হবার কথা রয়েছে। করোনাভাইরাসের কারণে যথাযথ স্বাস্ব্যবিধি অনুসরণ করেই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। যদিও এ সংক্রান্ত চূড়ান্ত ঘোষণা এখনো আসেনি। ফ্রেঞ্চ ওপেন জয়ের মাধ্যমে রজার ফেদেরারের সাথে রেকর্ড সর্বোচ্চ ২০টি স্ল্যাম জয়ের কৃতিত্ব দেখিয়েছেন স্প্যানিশ নাদাল।

ওই শিরোপা জয়ের পর নাদাল বলেছিলেন, ‘আমি জানি না রোলা গাঁরো থেকে আমি কোথায় যাব। আগামী দুই মাসে কোন টুর্নামেন্ট খেলবো কিনা সে ব্যপারে এখনো কোন সিদ্ধান্ত নেইনি।’

ক্যারিয়ারে প্রায় সবকটি টুর্নামেন্টের শিরোপা হাতে নিলেও প্যারিস মাস্টার্সে এখনো জেতা হয়নি নাদালের। ২০১৯ সালে সেমিফাইনালে ডেনিস শাপোভালোভের বিপক্ষে খেলার আগে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন নাদাল।

(ঢাকাটাইমস/২২ অক্টোবর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :