করোনায় মানুষের জন্য ভিক্ষা করেছি: নাটোর মেয়র

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ অক্টোবর ২০২০, ১৭:০০

সিংড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস বলেছেন, করোনায় অসহায় মানুষের জন্য ৪০ লক্ষাধিক টাকা ভিক্ষা করেছি। কোনো দুর্যোগেই ঘরে থাকিনি। কারণ বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা যত বিপদই আসুক কখনও ঘরে বসে থাকে না।

বুধবার রাত ৯টায় সিংড়া পৌরসভার কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে বিভিন্ন মন্ডবের পুরোহিত এবং সভাপতি ও সম্পাদকের মাঝে শারদীয় উপহার ও নগদ অর্থ দেয়ার অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন।

জান্নাতুল ফেরদৌস বলেন, জননেত্রী শেখ হাসিনার ক্ষুদ্র সেবক হিসেবে জনগণের সুখে-দুঃখে পাশে থেকেছি। আত্মীয়-স্বজন ও দল দেখিনি। সব সময় অন্যায়কে প্রত্যাখ্যান ও ন্যায়কে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছি।

অনুষ্ঠানে পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি সৃজন দাসের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা কেন্দ্রীয় মন্দিরের সভাপতি বিশ্বনাথ সাহা, সাধারণ সম্পাদক নিলমনি সাহা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গোপাল বিহারী দাস, সাধারণ সম্পাদক চাঁন মোহন হালদার, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব সাহা, পৌর কাউন্সিলর দেদার হায়াত বেনু, গোল-ই-আফরোজ সরকারি কলেজের ভিপি সজিব ইসলাম জুয়েল প্রমুখ।

(ঢাকাটাইমস/২২অক্টোবর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :