হরিরামপুরে ইলিশ শিকারের দায়ে দুজনের কারাদণ্ড

প্রকাশ | ২২ অক্টোবর ২০২০, ১৭:০৩

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

মানিকগঞ্জের হরিরামপুরে নিষিদ্ধ সময়ে পদ্মা নদীতে ইলিশ ধরায় দুজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার ভোর থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত মা ইলিশ রক্ষায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিল্লাল হোসেন।

বিল্লাল হোসেন জানান, সরকারি আইন অমান্য করে নিষিদ্ধ সময়ে পদ্মা নদীতে ইলিশ ধরার দায়ে দুজনকে এক বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে।

অভিযানে প্রায় চার লাখ মিটার কারেন্ট জাল পোড়ানো হয়েছে জানিয়ে তিনি বলেন, জব্দকৃত পাঁচ কেজি ইলিশ মাছ স্থানীয় আন্ধারমানিক এতিম খানায় বিতরণ করা হয়েছে।

অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা, হরিরামপুর থানা পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা করেছেন।

(ঢাকাটাইমস/২২অক্টোবর/কেএম)