গ্রেনেড হামলা: মেয়র আরিফুল ও গউছের বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রকাশ | ২২ অক্টোবর ২০২০, ১৭:৩৪ | আপডেট: ২২ অক্টোবর ২০২০, ১৭:৪৯

সিলেট প্রতিনিধি, ঢাকাটাইমস

সুনামগঞ্জের দিরাইয়ে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের ওপর গ্রেনেড হামলা মামলায় সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জিকে গউছসহ ১০ জনের বিরুদ্ধে দু’টি মামলায় অভিযোগ গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহরিয়ার কবিরের আদালতে হত্যা ও বিস্ফোরক আইনে এ ‌দুই মামলার অভিযোগ গঠন করা হয়।

ট্রাইব্যুনালের বিশেষ পিপি সরওয়ার আহমদ চৌধুরী আবদাল বিষয়টি নিশ্চিত করেছেন।

২০০৪ সালে ২১ জুন দিরাই বাজারে সুরঞ্জিত সেন গুপ্তের সমাবেশে বোমা হামলা হয়। হামলায় এক যুবলীগ কর্মী নিহত হন। এ ঘটনায় আহত হন আরও ২৯ জন।

এ ঘটনায় দিরাই থানার তৎকালীর এসআই হেলাল উদ্দিন বাদী হয়ে মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে ১৩ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে সিআইডি।

এর মধ্যে অন্য মামলায় আসামি মুফতি হান্নানসহ তিন জঙ্গির ফাঁসি কার্যকর করা হয়েছে।

ঢাকাটাইমস/২২অক্টোবর/ইএস