‘আওয়ামী লীগ সরকার সবসময় সংখ্যালঘুদের স্বার্থ সংরক্ষণ করে’

বাউফল প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ অক্টোবর ২০২০, ১৮:০৬

জাতীয় সংসদের চিফ হুইপ আসম ফিরোজ বলেন, ‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় যখনই থাকেন, তখনই দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থ সংরক্ষণ কাজে সর্বাধিক গুরুত্ব দেন। দেশে অসাম্প্রদায়িক শক্তির উত্থানকে প্রতিহত করতে সবসময় আওয়ামী লীগের পাশে থেকে কাজ করতে হবে।’

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ৬৩টি পূজা মন্ডপের আয়োজকদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে হুইপ আসম ফিরোজ এসব বলেন।

এসময় তিনি বলেন, ‘আমাদের দেশসহ সারা বিশ্ব এখন করোনায় আক্রান্ত। সরকার ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান দেখিয়ে এই করোনার সময়েও দুর্গাপূজা করার ব্যবস্থা করে দিয়েছেন। দুর্গা মায়ের কাছে করোনামহামারি থেকে দেশ, জাতি ও বিশ্বকে রক্ষার জন্য প্রার্থণা করুন। তবে, স্বাস্থ্য অধিধপ্তর এবং পূজা উদযাপণ পরিষদের ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে উৎসব করুন।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের সভাপতিত্বে সভায় আরও ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার, ভাইস চেয়ারম্যান মোসারেফ হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিশু, বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, কালাইয়া ইউনিয়ন চেয়ারম্যান এসএম ফয়সাল আহম্মেদ মনির হোসেন মোল্লা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অতুল চন্দ্র পাল, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অধির রঞ্জন দাস প্রমুখ।

সভা শেষে উপজেলার প্রতিটা পূজা মন্ডপের সভাপতির হাতে সরকারি চাল দেওয়া হয়।

(ঢাকাটাইমস/২২অক্টোবর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :