কাশ্মিরে উচ্চ গতির ইন্টারনেট বন্ধ করল মোদি সরকার

প্রকাশ | ২২ অক্টোবর ২০২০, ১৮:১৮

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের কাশ্মিরের ১৮টি জেলায় উচ্চ গতির ইন্টারনেটসেবা বন্ধ করা হয়েছে। চলতি বছরের ১২ নভেম্বর পর্যন্ত এ সেবা বন্ধ থাকবে। জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষার জন্য বুধবার বিকালে নতুন এই আদেশ জারি করা হয়েছে বলে জানায় মোদি সরকার।

আদেশে বলা হয়েছে ভারতবিরোধী শক্তিরা ইন্টারনেটের উচ্চ গতি ব্যবহার করে অরাজকতা সৃষ্টি করতে পারে। তাই এই সিদ্ধান্ত।  

গেল আগস্টে জম্মু ও কাশ্মিরের আধা-স্বায়ত্ত্বশাসিত স্ট্যাটাস বাতিল করার পর থেকে এই অঞ্চলে উচ্চ গতির ইন্টারনেট সেবা বন্ধ আছে। ভারতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ ঠেকাতে ইন্টারনেট সেবা বন্ধের পাশাপাশি কঠোর লকডাউনের আওতায় আনা হয় অঞ্চলটিকে। যদিও জনসাধারণের যোগাযোগের স্বার্থে কঠোর লকডাউন শিথিল করা হয়েছে। মেরামত করা হয়েছে ইন্টারনেট লাইন। তবে মোবাইলে ইন্টারনেটের গতি এখনও খুবই ধীর গতি সম্পন্ন। 

প্রথমে থেকেই সরকারের এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করছেন মানবাধিকার কর্মীরা। তারা বলছেন, ‘বিশ্বের অন্য কোথাও এমন নজরদারির উদাহারণ নেই।’

জম্মু কাশ্মির কোয়ালিশন পার্টি এই ঘটনাকে ‘সার্বজনীন শাস্তি’ হিসেবে আখ্যায়িত করেছেন। অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস উয়াচসহ বেশ কয়েকটি মানবাধিকার সংস্থা কাশ্মিরে পূর্ণ ইন্টারনেট সেবা দেয়ার জন্য ভারতকে আহ্বান জানিয়েছেন। 

ঢাকাটাইমস/২২ অক্টোবর/এনএইচএস