ফাতিকে নিয়ে ‘বর্ণবাদী মন্তব্য’, সাংবাদিকের ক্ষমা প্রার্থনা

প্রকাশ | ২২ অক্টোবর ২০২০, ১৮:২৮

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

বার্সেলোনা তারকা আনসু ফাতি একজন স্প্যানিশ সাংবাদিকের কাছ থেকে ‘অনুশোচনা’র বিবৃতি পেয়েছেন। ওই সাংবাদিক আনসু ফাতিকে নিয়ে বর্ণবাদী মন্তব্য করেছিলেন বলে অভিযোগ। তবে, এবিসি পত্রিকার সাংবাদিক সালভাদর সস্ট্রেস ক্ষমা চেয়ে বলেছেন, তার কথার ভুল ব্যাখ্যা হয়েছে। মূলত তিনি ফাতির প্রশংসা করতে চেয়েছিলেন।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে গত মঙ্গলবার ফেরেঙ্কভারোসের বিপক্ষে ৫-১ গোলে জয় পায় বার্সেলোনা। ম্যাচটিতে একটি গোল করেছিলেন ফাতি। মাঠে ফাতির যে বিচরণ তার তুলনা করতে গিয়ে ওই সাংবাদিক লিখেছিলেন, ‘ফাতি যেভাবে দৌঁড়ায় তা হরিণের মতো, অথবা একজন টগবগে যুবক, রাস্তার একজন কৃষ্ণাঙ্গ বিক্রেতা যে পুলিশ দেখে পালাচ্ছে।’   

সালভাদর সস্ট্রেসের এমন বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র নিন্দার ঝড় ওঠে। অনেকে এই মন্তব্যকে ‘বর্ণবাদী মন্তব্য’ হিসেবে অভিহিত করেন।

আনসু ফাতির সতীর্থ অ্যান্থনি গ্রিজম্যানও এই মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন। গ্রিজম্যান লিখেছেন, ‘আনসু একজন ব্যতিক্রম যুবক। ও অন্য সবার মতো সমান শ্রদ্ধা পাওয়ার যোগ্য। বর্ণবাদকে না বলুন, খারাপ আচরণকে না বলুন।’

বৃহস্পতিবার এবিসি পত্রিকা সস্ট্রেসের একটি অনুশোচনামূলক বিবৃতি প্রকাশ করেছে।

সস্ট্রেস লিখেছেন, ‘আমার উদ্দেশ্য ছিল মাঠে আনসুর বিচরণের সৌন্দর্য্য ও তার মেধার প্রশংসা করা। অনেকে এটিকে বর্ণবাদী মন্তব্য হিসেবে মনে করেছেন। মোটেও আমার এমন উদ্দেশ্য ছিল না। আমি দুঃখ প্রকাশ করছি। যদি কেউ এতে কষ্ট পেয়ে থাকেন তাদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি।’

আনসু ফাতির জন্ম আফ্রিকার দেশ গিনি বিসাউয়ে। ছয় বছর বয়সে পরিবারের সাথে তিনি স্পেনে পাড়ি জমান। এখন তার বয়স ১৭। তিনি এখন বার্সেলোনার অন্যতম একজন সম্ভাবনাময়ী ফুটবলার।

বার্সেলোনা কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ওই পত্রিকা এবং সাংবাদিকের বিরুদ্ধে মামলা করতে চেয়েছিল। কিন্তু সাংবাদিক ক্ষমা প্রার্থনা করায় তারা সিদ্ধান্তের পুনর্বিবেচনা করছে।

(ঢাকাটাইমস/২২ অক্টোবর/এসইউএল)