মাদ্রাসাছাত্রকে পিটিয়ে জখম, দুই শিক্ষক আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস

অনলাইন ডেস্ক
 | প্রকাশিত : ২২ অক্টোবর ২০২০, ১৮:২৮

চুয়াডাঙ্গার জীবননগরে নাসিম হোসেন (৭) নামে এক শিশু মাদ্রাসাছাত্রকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত দুই শিক্ষক মাজেদ হোসেন ও শাহিন হোসেনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে তাদের আটক করা হয়।

নাসিমের পিতা আলাউদ্দিন মিয়া জানান, বুধবার সন্ধ্যায় উপজেলার কাশিপুর দারুল উলুম কওমি মাদ্রাসায় তার ছেলেকে পিটিয়ে আহত করা হয়। রাতেই বিষয়টি জানতে পেরে তিনি অভিযুক্ত ওই দুই শিক্ষকের বিরুদ্ধে জীবননগর থানায় লিখিত অভিযোগ করেন। পরে বৃহস্পতিবার সকালে অভিযুক্ত শিক্ষক মাজেদ হোসেন ও শাহিন হোসেনকে আটক করে পুলিশ। বৃহস্পতিবারই তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় মাদ্রাসাশিক্ষক মাজেদ হোসেন তুচ্ছ ঘটনায় বেধড়ক পিটিয়ে শ্রেণিকক্ষে আটকে রাখে নাসিমকে। সে পালানোর চেষ্টা করলে শিক্ষক শাহিন হোসেন তাকে আবারও মারধর করে আটকে রাখে। পরে রাতে তাকে উদ্ধার তার পরিবারের সদস্যরা।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, আহত মাদ্রাসাছাত্র নাসিমের বাবা আলাউদ্দিন বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত দুই শিক্ষককে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।

(ঢাকাটাইমস/২২অক্টৈাবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :