নদী গবেষণার পরিচালককে অবরুদ্ধের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশ | ২২ অক্টোবর ২০২০, ১৮:৩০

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

নদী গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (সাময়িক বরখাস্ত) ড. প্রকৌশলী  লুৎফর রহমানকে প্রতিষ্ঠানটি ক্যাম্পাসে নিজ বাসায় অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে মানববন্ধন পালিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করেন আইইবি ফরিদপুর শাখার নেতৃবৃন্দ।

বুধবার দুপুরে পুলিশ আইইবির কর্মকর্তাদের সহযোগিতায় নদী গবেষণার ক্যাম্পে গিয়ে তাকে উদ্ধার করে।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, কোন কারণ ছাড়া নদী গবেষণার বর্তমান মহাপরিচালকের নির্দেশে প্রতিষ্ঠানটির পরিচালককে তার বাসায় বিদ্যুৎ  ও পানি লাইন বন্ধ করে তালাবদ্ধ করে রাখা হয়েছে- যা সম্পন্ন বেআইনি। আমরা এর সুষ্ঠু বিচার দাবি করছি।

 এ বিষয়ে নদী গবেষণার মহাপরিচালক আলিমউদ্দিন জানান, তাকে (পরিচালক) অবরুদ্ধের বিষয়টি আমার জানা নেই। কেনো বা কারা তাকে অবরুদ্ধ করেছে- সেটাও জানি না।

নদী গবেষণার ইনস্টিটিউটের পরিচালককে উদ্ধার করার বিষয়ে ফরিদপুর কোতয়ালি থানার ওসি মোরশেদ আলম জানান, পরিচালক ড. প্রকৌশলী মো. লুৎফর রহমান অনেক দিন পর নিজ বাসায় আসার কারণে তাকে বাড়ির ভেতরে রাখতেই তালাবদ্ধ করা হয়েছে বলে আমাদের জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তকর্তারা। পরে পরিচালকের সঙ্গে কথা বলে পুলিশ সদস্যরা তাকে সেখান থেকে উদ্ধার করে।

(ঢাকাটাইমস/২২অক্টোবর/এলএ)