নান্দাইলে ২৫ দরিদ্র মেধাবী শিক্ষার্থী পেল সাইকেল

প্রকাশ | ২২ অক্টোবর ২০২০, ২১:১৬

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস

ময়মনসিংহের নান্দাইলে বৃহস্পতিবার ২৫ জন দরিদ্র ও মেধাবী ছাত্রীদের মাঝে নতুন সাইকেল বিতরণ করা হয়েছে। দুপুরে সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজ মাঠে সাইকেল বিতরণ করেন নান্দাইলের এমপি আনোয়ারুল আবেদিন খান তুহিন।

ওয়ার্ল্ড ভিশন ও সংসদ সদস্য তুহিনের যৌথ প্রয়াসে বিভিন্ন স্কুল ও কলেজের মেধাবী এবং সাইকেল চালাতে পারে এসব ছাত্রীর মাঝে সাইকেল বিতরণ করা হয়।

এমপি আনোয়ারুল আবেদিন খান তুহিন বলেন, ওয়ার্ল্ডভিশনের সাথে নিজেকে জড়াতে পেরে ভালো লাগছে। এই উপহার শুধু বিদ্যালয়ে যাওয়ার ক্ষেত্রেই নয়, বরং বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন সামাজিক সমস্যা ও কুসংস্কার প্রতিরোধে ব্যবহার করা হবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- নান্দাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, পৌর মেয়র রফিক উদ্দিন ভূইয়া, অধ্যক্ষ নাজিম উদ্দীন ও ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ ময়মনসিংহের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সুশান্ত নাফাক।

(ঢাকাটাইমস/২২অক্টোবর/এলএ)