ইউরোপা লিগে আর্সেনালের জয়

প্রকাশ | ২৩ অক্টোবর ২০২০, ০৮:৩৫ | আপডেট: ২৩ অক্টোবর ২০২০, ০৮:৪৮

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

শুরুতে পিছিয়ে পড়েও উয়েফা ইউরোপা লিগের গ্রুপ পর্বের ম্যাচে বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে জয় পেয়েছে আর্সেনাল। তারা ২-১ গোলে হারিয়েছে র‌্যাপিড ভিয়েনাকে।

ভিয়েনার মাঠে শুরুতে পিছিয়ে পড়েছিল মিকায়েল আরতেতার শীষ্যরা। পরে চার মিনিটের ব্যবধানে দুই গোল করে জয় তুলে নেয়। অবশ্য প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি।

প্রথমার্ধে গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় ভিয়েনা। এ সময় ভিয়েনার টেক্সিয়ারসিস ফাউন্টাস গোল করে এগিয়ে নেন দলকে। পিছিয়ে পড়া আর্সেনাল ঘুরে দাঁড়ায় ম্যাচের ৭০ মিনিটের মাথায়। এ সময় নিকোলাস পেপের ফ্রি কিক থেকে উড়ে আসা বলে ডেভিড লুইস হেড দিয়ে জালে জড়িয়ে সমতা ফেরান। ৭৪ মিনিটের মাথায় পিয়েরে এমরিক আউবেমেয়াং গোল করে স্বস্তি দেন কোচ মাইকেল আর্তেতাকে। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়ে ইউরোপা লিগের শুরুটা দারুণ করলো আর্সেনাল।

ম্যাচ শেষে আর্সেনালের কোচ আরতেতা বলেছেন, ‘আমরা জানতাম ম্যাচটি কঠিন হবে। শুরুতে আমাদের কিছু সিদ্ধান্তে ম্যাচটি আরো কঠিন হয়ে যায়। বিশেষ করে গোলটি হজম করার পর। অবশ্য সবগুলো ভুল আমার। যেহেতু সিদ্ধান্তগুলো আমি নিই।’

(ঢাকাটাইমস/২৩ অক্টোবর/এআইএ)