রাতভর বৃষ্টিতে নাকাল রাজধানীবাসী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ অক্টোবর ২০২০, ১৪:২৩ | প্রকাশিত : ২৩ অক্টোবর ২০২০, ০৮:৩৭

কয়েকদিনের প্রচণ্ড দাবদাহের পর বৃহস্পতিবার রাতভর রাজধানীজুড়ে বৃষ্টি হয়েছে। তখনো হালকা আবার কখনো ভারী বৃষ্টিতে ঢাকার প্রধান প্রধান সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অনেক জায়গা পানির নিচে তলিয়ে আছে। বৃষ্টিতে দাবদাহের মাত্রা কিছুটা কমিয়ে আসলেও জলাবদ্ধতা মানুষের দুর্ভোগ বাড়িয়েছে।

বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া এই বৃষ্টি এখনো চলছে। সকালেও মুষলধারে বৃষ্টি হলেও এখন হালকা বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টিতে ডুবে গেছে রাজধানীর অনেক এলাকার সড়ক।

সকালে রাজধানীর প্রধান প্রধান সড়কে পানি মাড়িয়ে যানবাহন চলতে দেখা যায়।

রাজধানীর মতিঝিল, কারওয়ানবাজার, ফার্মগেট, ধানমণ্ডি, নিউমার্কেট, মালিবাগ, রামপুরা, মিরপুর, তেজগাঁও, মোহাম্মদপুর, শান্তিনগর, বাড্ডা ও খিলক্ষেতসহ বিভিন্ন এলাকায় সড়কের অনেক জায়গায় পানি উঠে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। শুধু প্রধান সড়কই নয় বিভিন্ন অলিগলিতেও পানি উঠেছে বলে জানান নগরবাসী।

কারওয়ানবাজারে বাজার করতে আসা একজন জানান, সড়কে পানি থাকায় অনেক পথ ঘুরে বাজারে আসতে হয়েছে। ছাতা থাকার পরও ভিজে একাকার হয়ে গেছি।

এদিকে আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী

এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ১০-১৫ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে, যা ৪০-৫০ কিমি পর্যন্তও বাড়তে পারে। দিনের তাপমাত্রা সামান্য (১-২) সেলসিয়াস হ্রাস পেতে পারে।

ঢাকাটাইমস/২৩অক্টোবর/এমআর

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

সামরিক মহড়ায় বাংলাদেশে আসছে চীন আর্মি, নজর রাখছে ভারত

বাংলাদেশে বৃষ্টির নামাজের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে

ন্যাপ বাস্তবায়নে উন্নত দেশগুলোকে সহায়তার আহ্বান

রবিবার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবারও চলবে ক্লাস

উপজেলা নির্বাচনে মাঠ প্রশাসনকে নিরপেক্ষ দায়িত্ব পালনের নির্দেশ ইসির

‘পৃথিবীর কোনো দেশে মানবাধিকার পরিস্থিতি পারফেক্ট নয়’  

ফুডগ্রেডবিহীন ড্রামে ভোজ্যতেল ব্যবহার বন্ধ না হওয়ায় উদ্বেগ

কৃষির সব স্তরে উন্নত প্রযুক্তি আবশ্যক: স্থানীয় সরকারমন্ত্রী

ব্রাজিল থেকে জীবন্ত গরু আনা কঠিন হলেও অসম্ভব নয়: রাষ্ট্রদূত

চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

এই বিভাগের সব খবর

শিরোনাম :