নেয়ামত ভূঁইয়া’র কবিতা: শৃঙ্খল আছে, শৃঙ্খলা নেই

ড. নেয়ামত উল্যা ভূঁইয়া
 | প্রকাশিত : ২৩ অক্টোবর ২০২০, ১০:৩৮

এই নীলগ্রহে জনহিতপুর নামে একটি জনপদ আছে,

সে রাজ্যে আমাদের মতই গোবেচারা মানুষ আছে,

হাড়ভাঙ্গা খাটুনির মজুর আছে,

কাঠফাঁটা রোদে সেঁকা মেহনতি মানুষ আছে

আছে অষ্টপ্রহর ঘামের নহর বইয়ে দেবার মত শ্রমিক;

দুধাল গাভী আছে, ঝর্ণার জল আছে,

যৌবনা নদী আছে, আগামীর ঢেউ আছে

ডিম-পেটা মাছ আছে, সবুজ বনানী আছে,

ফুল আছে, পাখি আছে, কাক ও কোকিল আছে,

মৌমাছি প্রজাপতি ভীমরুল উঁইপোকা

বাদুর কুমীর পেঁচা সাপ বিচ্ছু চামচিকা; সব আছে

মশা আছে মাছি আছে

আছে ছারপোকা, তেলাপোকা, গিরগিটি, ভাইরাস

ইঁদুর, বিড়াল, শেয়াল, বাঘ, টিকটিকি সব আছে

চোর আছে, ছেঁচড় আছে

চৌদ্দশিকের ঘর আছে

লাল দালানের কোঠা আছে

দস্যু দারোয়ান আছে, ফকিরি ফেরেবি আছে

মদিরার পেয়ালা বাইজিরর পায়েল সুরা সাকী নৃত্য নূপুর;

সব আছে

ঘর আছে গোর আছে, শানবাঁধ ঘাট আছে

ফসলের মাঠ আছে, কবি ও কবিতা আছে

রাতের রাণীও আছে, নীতির বাণীও আছে।

তবে জনহিতপুরে আগাছার চেয়ে গাছ বেশি,

সেখানের সব বাঁশে লাঠি হয় না;

আশ্রয়ের খুঁটি হয়, সুরেলা বাঁশি হয়।

সে রাজ্যে গালাগাল নেই, গলাগলি আছে,

কোলাকুলি আছে, গোলাগুলি নেই

কর্মকুশল হাত আছে, তবে অজুহাত নেই।

জনহিতপুরে হিত আছে, অহিত নেই

আমাদের হাতাহাতি আছে,হতাহতের খবর আছে

তবে হিতাহিত জ্ঞান নেই।

জনহিতপুরে রাজা আছে, তাই রাজনীতি আছে

রাজনীতিবিদও আছে।

আমাদের রাজা নেই; তবে রাজ আছে

তাই রাজনীতিজীবী আছে।

জনহিতপুরে শৃঙ্খলা আছে, তবে শৃঙ্খল নেই,

আমাদের শৃঙ্খল আছে, তবে শৃঙ্খলা নেই।

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :