মুম্বাইয়ে আগুনে পুড়ছে শপিংমল, সরানো হয়েছে ৩ সহস্রাধিক মানুষকে

প্রকাশ | ২৩ অক্টোবর ২০২০, ১১:০৪ | আপডেট: ২৩ অক্টোবর ২০২০, ১১:০৮

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

ভারতের মুম্বাইয়ের একটি অভিজাত শপিংমলে আগুন লেগেছে। বৃহস্পতিবার রাতে লাগা আগুন এখনও নিয়ন্ত্রণ আনতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরা।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে শহরটির নাগপাড়া এলাকার সিটি সেন্টার মলটিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন দুইজন দমকলকর্মী। সরিয়ে আনা হয়েছে মল সংলগ্ন একটি বহুতল ভবনের প্রায় সাড়ে তিন হাজার বাসিন্দাকে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে সিটি সেন্টার মলটির একটি দোকানে প্রথম আগুন দেখা যায়। পরে তা মলের দ্বিতীয় ও তৃতীয় তলায় ছড়িয়ে পড়ে। আনুমানিক রাত আড়াইটার দিকে আগুন নেভাতে ২৪টি ইঞ্জিন, ১৬টি জাম্বো ট্যাঙ্ক নিয়ে প্রায় ২৫০ জন দমকলকর্মী ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি সামাল দিতে নিয়ন্ত্রণ করা হয় মল সংলগ্ন এলাকার যান চলাচল।

ওই মলের পাশেই রয়েছে ৫৫ তলার অর্কিড এনক্লেভ বিল্ডিং। নিরাপত্তার কথা মাথায় রেখে পুলিশের সহায়তায় সেখানকার সাড়ে ৩ হাজার বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে।

সূত্র: আনন্দবাজার

ঢাকাটাইমস/২৩অক্টোবর/এনএইচএস/কেআর/এমআর