দুর্গাপূজায় ২৯ অক্টোবর পর্যন্ত টিভি পাঠদান বন্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ অক্টোবর ২০২০, ১২:০৫
ফাইল ছবি

করোনায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে পড়াশোনার ক্ষতি পুষিয়ে নিতে চলছে টিভিতে পাঠদান। তবে দুর্গাপূজা উপলক্ষে আগামী ২৪ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত প্রাথমিক ও মাধ্যমিকের সংসদ টিভি পাঠদান বন্ধ থাকবে। আগামী ১ নভেম্বর থেকে পুনরায় প্রচার শুরু হবে।

শুক্রবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এসব তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা মহামারির সময়ে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা কার্যক্রম

অব্যাহত রাখার জন্য প্রধানমন্ত্রীর সদয় নির্দেশনার আলোকে শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে ‘আমার ঘরে আমার স্কুল’ সংসদ বাংলাদেশ টেলিভিশন এর মাধ্যমে সম্প্রচার করে আসছে। দুর্গাপূজা উপলক্ষে মাধ্যমিক শ্রেষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যায়ের শিক্ষা কার্যক্রমের নতুন ক্লাস সম্প্রচার আগামী ২৪-২৯ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে। উল্লিখিত সময়ে পূর্বে সম্প্রচারিত ক্লাসসমূহ পুনঃপ্রচার করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ০১ নভেম্বর থেকে যথারীতি নতুন ক্লাসের সম্প্রচার শুরু হবে এবং যথাসময়ে ক্লাস রুটিন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এছাড়া বিষয়টি সংশ্লিষ্টদের জানানোর জন্য নির্দেশ দেয়া হয়।

(ঢাকাটাইমস/২৩অক্টোবর/টিএটি/এমআর)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :