ভৈরবে দুই বিদেশি নাগরিক আটক

প্রকাশ | ২৩ অক্টোবর ২০২০, ২১:৪৭

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস

অবৈধভাবে বাংলাদশে বসবাস করার অপরাধে  কিশোরগঞ্জের ভৈরবে দুই বিদেশি নাগরিককে আটক করেছে র‌্যাব।

শুক্রবার বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের দুর্জয় মোড় এলাকায় সন্দেহজজনক ঘোরাঘুরি করার সময় তাদের আটক করা হয়। তাদের আটক করার পর এদেশে অবস্থানের কোন বৈধ অনুমতি বা পাসপোর্ট-ভিসা দেখাতে পারেননি তারা।

আটকরা হলেন- লাইবেরিয়ান নাগরিক দারুস নাইউমাহ স্নাইডার (২৬), নাইজেরিয়ান নাগরিক সুকামি অকারসিমিলিসি (২৮)।

ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার রাফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের জানান, বিদেশি এই দুই নাগরিক সকাল থেকে ভৈরব শহরে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। গোপন সূত্রে খবর পেয়ে র‌্যাব সদস্যরা শহরের কমলপুর এলাকা থেকে তাদের আটক করে। তারপর জিজ্ঞাসাবাদে তারা জানায়, একজন লাইবেরিয়ান ও অপরজন নাইজেরিয়ান। এসময় তাদের কাছে পাসপোর্ট ভিসা বা এদেশে অবস্থানের বৈধ কাগজপত্র দেখতে চাইলে তারা দেখাতে পারেননি। কি কারণে তারা ভৈরব এসেছে তার সদুত্তরও দিতে পারেননি। পরে দুজনকে আটক করার পর সন্ধ্যা সাড়ে ৭টায় তাদের বিরুদ্ধে ভৈরব থানায় র‌্যাব বাদী হয়ে একটি মামলা করে। দুজনকে রাতেই থানা পুলিশে সোপর্দ করা হয় বলে তিনি জানান।

ভৈরব থানার ওসি মো. শাহিন জানান, দুজন বিদেশি নাগরিক আটকের ঘটনায় র‌্যাব বাদী হয়ে থানায় একটি মামলাসহ দুজনকে পুলিশের কাছে সোপর্দ করেছে। মামলাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/২৩অক্টোবর/এলএ)