চেন্নাইকে বিদায় করে ফের শীর্ষে মুম্বাই

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ অক্টোবর ২০২০, ০৮:৫৭ | প্রকাশিত : ২৪ অক্টোবর ২০২০, ০৮:৩০

চেন্নাই সুপার কিংসকে ১০ উইকেটে হারিয়ে ফের লিগ শীর্ষে উঠে এলে মুম্বাই ইন্ডিয়ান্স৷ শুক্রবার শারজায় সুপার কিংস-কে উড়িয়ে দেয় চারবারের চ্যাম্পিয়নরা৷ এই হারের ফলে ২০২০ আইপিএল থেকে ছিটকে গেল তিনবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস৷ ১১ ম্যাচে ধোনিদের পয়েন্ট মাত্র ৬৷ সুতরাং বাকি তিনটি ম্যাচ জিতলেও প্লে-অফে ওঠার কোনও আশা নেই সুপার কিংসের৷

১১৫ রানের সহজ টার্গেট তাড়া করতে গিয়ে কোনও বেগ পেতে হয়নি মুম্বাই ইন্ডিয়ান্সকে৷ সুপার কিংস বোলারদের নিয়ে ছেলেখেলা করে ১২.২ ওভারে কোনও উইকেট না-হারিয়ে ম্যাচ জিয়ে নেয় মুম্বাই৷ রোহিত শর্মা বিশ্রামে থাকায় এদিন কুইন্টন ডি’ককের সঙ্গে মুম্বইয়ের ইনিংস শুরু করেন ইশান কিষান৷ তার দুরন্ত হাফ-সেঞ্চুরিতে হাসতে হাসতে ম্যাচ জিয়ে নেয় গতবারের চ্যাম্পিয়নরা৷ এই জয়ের ফলে প্লে-অফের দোড়গোরায় পৌঁছে গেল মুম্বাই ইন্ডিয়ান্স৷

মাত্র ২৯ বলে হাফ-সেঞ্চুরি করেন ইশান৷ চলতি আইপিএলে তার দ্বিতীয় হাফ-সেঞ্চুরি৷ শেষ পর্যন্ত ৩৭ বলে পাঁচটি ছক্কা ও হাফ-ডজন বাউন্ডারি মেরে ৬৮ রানে অপরাজিত থাকেন ইশান৷ আর ৩৭ বলে ৪৬ রানের অপরাজিত থাকেন ডি’কক৷ ইনিংসে পাঁচটি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারি মারেন তিনি৷

এর আগে প্রথম ব্যাটিং করেন ৯ উইকেট হারিয়ে মাত্র ১১৪ রান তুলেছিল চেন্নাই সুপার কিংস৷ রোহিতের অনুপস্থিতিতে এদিন মুম্বাইকে নেতৃত্ব দেন কাইরন পোলার্ড৷ এদিন দলে প্রচুর পরিবর্তন করে সিএসকে৷ নতুনদের সুযোগ দেয় সুপার কিংস থিঙ্কট্যাঙ্ক৷ কিন্তু চূড়ান্ত ব্যাটিং ব্যর্থতা সিএসকে-র৷ মাত্র ২১ রানে পাঁচ উইকেট হারিয়ে ধুঁকতে থাকবে সুপার কিংস৷ শুধু তাই নয়, ৩০ রানে ৬ উইকেট হারায় তারা৷ ইনিংসের ৭ ওভারেই ডাগ-আউটে ফেরেন ক্যাপ্টেন ধোনি৷ পাঁচ নম্বরে নেমে ১৬ বলে ১৬ রানে ডাগ-আউটে ফেরেন সিএসকে ক্যাপ্টেন৷

ট্রেন্ট বোল্ট ও জসপ্রীত বুমরাহের দুরন্ত বোলিংয়ের সামনে অসহায় আত্মসমপর্ণ করে সুপার কিংস ব্যাটসম্যানরা৷ ব্যতিক্রম কারান৷ ৪৭ বলে ৫২ রানের দুরন্ত ইনিংস খেলে দলকে ১১৪ রানে পৌঁছে দেন এই অল-রাউন্ডার৷ তাকে কিছুটা সঙ্গ দেন লেগ-স্পিনার তাহির৷ ১০ বলে ১৩ রানের অপরাজিত থাকেন তিনি৷ সিএসকে ইনিংসে মাত্র চার ব্যাটসম্যান দু’ অংকের রানে পৌঁছন৷

(ঢাকাটাইমস/২৪ অক্টোবর/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফিরে স্মৃতিকাতর শাহরিয়ার নাফিস, আছে আক্ষেপও

রোনালদো নেই, সাদিও মানের জোড়া গোলে আল নাসরের জয়

সেমিফাইনালের আগে নিষেধাজ্ঞায় এমিলিয়ানো মার্টিনেজ

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১৬০০ মিটার দৌড়ালেন মাহমুদউল্লাহ-শান্তরা

‘অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম, পেট ভরেনি এখনও’- ৫ উইকেট নিয়ে নাসুম

দুই হলুদ কার্ড পাওয়ার পরও মাঠ ছাড়েননি মার্টিনেজ, ফুটবল আইন কি বলে?

নিশ্চিত হলো ডিপিএলের সুপার লিগের ৬ দল

মুস্তাফিজের ইস্যুতে বিসিবিকে ধুয়ে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার

পাঞ্জাবকে হারালেও জরিমানা গুনতে হয়েছে হার্দিক পান্ডিয়াকে

মাঝপথে ফেরায় আইপিএল থেকে পুরো টাকা পাবেন মুস্তাফিজ?

এই বিভাগের সব খবর

শিরোনাম :