নেয়ামত ভূঁইয়া’র কবিতা: গোলাপের সাথে প্রেমালাপ

ড. নেয়ামত উল্যা ভূঁইয়া
 | প্রকাশিত : ২৪ অক্টোবর ২০২০, ০৮:৫৭

আমি গোলাপের সাথে প্রেমালাপে মেতে কাটিয়ে নিযুত রাত,

তবেই পেয়েছি স্বর্ণালি সুপ্রভাত।

গোলাপের সঙ্গে আলাপে থাকতে পারে প্রলাপের প্রক্ষেপ,

তা থাকলে থাক; গোলাপের কাঁটায় প্রেমিকের তুচ্ছ ভ্রূক্ষেপ

খেদ-ট্যাদ কিচ্ছু নেই ;

থাকতে পারে খানিকটা মামুলি আক্ষেপ।

কবিরা তো জানান দিয়ে রেখেছে অনেক আগ থেকেই,

“সাচ্চা কিছুই নেই জগতে দুষ্ট সবাই দোষে,

গোলাপ আপন বোঁটায় বোঁটায় তীক্ষ্ণ কাঁটা পোষে।”

প্রেমের যে অনুরাগ অনুপ লালিমা,

যদিও গোলাপ ছাড়া আর কোন ফুল

ফোটাতে পারে না সৌরভের এমন প্রসন্ন মহিমা?

তবুও তার শোভা-সৌরভে প্রেমিকেরা অবলীলায়

নিন্দার কাঁটা করে যোগ,

মানুষের এরকম অমার্জিত অভিধায় দিন দিনান্তে

গোলাপেরও আছে অভিমান অভিযোগ।

নদীর প্রবাহেও অনিবার্য ভাটার টান পড়ে।

কেবল কোকিলের কুহু না;

বসন্তে কাকের কণ্ঠ থেকেও কা-কা সুর ঝরে।

রূপালি জ্যোৎস্নার উৎস চাঁদের কপালেও আছে কলঙ্ক তিলক,

আকাশের বিস্তীর্ণ নীলেও পড়ে মেঘের কালোর কীলক।

কাকের বাসায়ও বেড়ে উঠে কোকিলের ছানা,

নিযুক্তিদাতা সেবককে নিত্য দেয় আনুগত্যের নজরানা।

অথচ উপমা রূপকের বাজারে যেনো কালান্তের ঘোর আকাল,

বলা নেই, কওয়া নেই

সু আর কু কিংবা শুভ অশুভের প্রসঙ্গ এলেই

হুট করে উপমা টানে— গোলাপের সঙ্গে কাঁটার জঞ্জাল।

অনুকূলের সঙ্গে প্রতিকূল, ঠিকের সঙ্গে ভুল

সংকটের সঙ্গে সম্ভাবনা, ভালোর সঙ্গে মন্দ

সুসময়ের সঙ্গে দুঃসময়,সত্যের সঙ্গে মিথ্যা

সুখের সঙ্গে দুঃখ, প্রেমের সঙ্গে নিন্দা

আসলের সঙ্গে নকল,আনন্দের সঙ্গে বিষাদ যেনো

গোলাপের সঙ্গে কাঁটা।

মানব-ইতিহাসে প্রেমের বেলায় যেমন নেই

মেয়াদ উত্তীর্ণের কোনো তারিখ বা দিন ক্ষণ,

গোলাপ আর কাঁটার উপমাও হয় না তামাদি

প্রেমের মতোই এদের অনন্ত যৌবন।

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :