রফিক-উল হকের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

প্রকাশ | ২৪ অক্টোবর ২০২০, ১১:৫৩ | আপডেট: ২৪ অক্টোবর ২০২০, ১২:০৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী রফিক-উল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

এক শোক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রফিক-উল হক ছিলেন অত্যন্ত দক্ষ আইনজীবী। নব্বই দশকের প্রথম দিকে আমি যখন নারী ও শিশু পাচার রোধে কাজ করতাম; বিশেষ করে শিশুদের উটের জকি হিসেবে ব্যবহার বন্ধে আমার আন্দোলনে আইনজীবী রফিক-উল হক সহযোগিতা করেছিলেন।’

আব্দুল মোমেন মরহুমের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, শনিবার সকাল সাড়ে আটটার দিকে রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে মারা যান দেশবরেণ্য আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক। তার বয়স হয়েছিল ৮৬ বছর।

(ঢাকাটাইমস/২৪অক্টোবর/এনআই/এমআর)