নারী গাড়িচালক তৈরির সুযোগ বাড়াচ্ছে সরকার: কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ অক্টোবর ২০২০, ১৪:৪৩ | প্রকাশিত : ২৪ অক্টোবর ২০২০, ১৩:০৫
ওবায়দুল কাদের (ফাইল ছবি)

সরকার নারী গাড়িচালক তৈরির সুযোগ বাড়াচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘পুরুষদের তুলনায় নারী গাড়িচালকরা অধিক সাবধানি ও আইনের প্রতি শ্রদ্ধাশীল। সরকার নারী গাড়িচালক তৈরির সুযোগ বাড়াচ্ছে।’

শনিবার ব্র্যাক-বিশ্বব্যাংকের যৌথ উদ্যোগে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন কাদের। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও নিরাপদ সড়ক নিশ্চিতে রোড সেফটি অডিট চালু হয়েছে মন্তব্য করে মন্ত্রী বলেন, ‘সড়কে দুর্ঘটনা কমাতে সড়ক নিরাপত্তা অডিট চলছে। ৩০০ কিলোমিটার রাস্তা অডিটের আওতায় আছে। শেষ হয়েছে ৫০০ কিলোমিটার। মহাসড়কের পাশে বিশ্রামাগার তৈরিরও উদ্যোগ নেয়া হয়েছে।’

সড়ক পরিবহনমন্ত্রী আরও জানান, আগামী দুই থেকে তিন বছরের মধ্যে বাংলাদেশের সড়ক নেটওয়ার্কে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে।

ঢাকাটাইমস/২৪অক্টোবর/টিএ/এমআর

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :