ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুতে আইজিপির শোক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ অক্টোবর ২০২০, ১৫:৪১ | প্রকাশিত : ২৪ অক্টোবর ২০২০, ১৫:১৯

প্রথিতযশা প্রবীণ আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

শনিবার এক শোকবার্তায় ইন্সপেক্টর জেনারেল অব পু‌লিশ বলেন, ব্যারিস্টার রফিক-উল হক বাংলাদেশের আইন অঙ্গনে এক বাতিঘর ছিলেন। বিচার বিভাগের স্বাধীনতা ও মর্যাদা রক্ষায় তিনি অত্যন্ত বলিষ্ঠ পদক্ষেপ রেখেছেন। দেশের সাংবিধানিক সংকটকালে তিনি বিজ্ঞ আইনি পরামর্শ দিয়ে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় সাহসী ভূমিকা রেখেছেন। তার মৃত্যুতে দেশে আইন অঙ্গনে অপূরণীয় ক্ষতি হয়েছে।

ব্যারিস্টার রফিক-উল হক আজীবন সাধারণ মানুষের কল্যাণে কাজ করেছেন উল্লেখ করে আইজিপি আরও বলেন, তিনি শুধু আইনজীবীই নন, তিনি ছিলেন একজন সমাজসেবক ও শিক্ষানুরাগী।

আইজিপি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

ঢাকাটাইমস/২৪অক্টোবর/এসএস/ইএস

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :