সুস্থ হয়ে উঠছেন কপিল দেব

প্রকাশ | ২৪ অক্টোবর ২০২০, ১৬:২৫

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

সুস্থ হয়ে উঠছেন ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। বৃহস্পতিবার বুকে ব্যথা অনুভব করায় কপিলকে দিল্লির হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিনই তাঁর এনজিওপ্লাস্টি করা হয়। জানা গেছে, ৬১ বছর বয়সী ওই সাবেক ক্রিকেটারের অস্ত্রোপচার সফল হয়েছে। তিনি আরোগ্যের পথে।

কপিলের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই ক্রিকেট মহল এবং তাঁর ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্যদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে।

সেখানে কপিলের এক সতীর্থ লেখেন, ‘ওর সিংহের হৃদয়। ও দ্রুত সুস্থ হয়ে উঠবে। কারণ ও অনেক কঠিন সময় বদলে দিতে পেরেছে।’

সেখানে কপিল পাল্টা লেখেন, ‘আমি ভালো আছি এবং সুস্থ রয়েছি। খুব দ্রুত সেরে ওঠার পথে। গলফের ময়দানে ফেরার জন্য মুখিয়ে রয়েছি। আপনারা আমার পরিবার। আপনাদের ধন্যবাদ।’

কিংবদন্তি অলরাউন্ডারের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় তাঁর দ্রুত আরোগ্য কামনা করে বার্তা দেন সাবেক ও বর্তমান ক্রিকেটারেরা। যার মধ্যে আছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি, শচীন টেন্ডুলকার ও ভিভ রিচার্ডস।

(ঢাকাটাইমস/২৪ অক্টোবর/এসইউএল)