পোল্যান্ডের প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত

প্রকাশ | ২৪ অক্টোবর ২০২০, ১৬:৩১

ঢাকাটাইমস ডেস্ক
ফাইল ছবি

পোলান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজেজ দুদা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার প্রেসিডেন্ট কার্যালয়ের সেক্রেটারি অব স্টেট ব্লাজেজ স্পাইচলস্কি টুইটারে এই খবর জানিয়ে বলেন, প্রেসিডেন্ট ভালো আছেন।

এদিকে পোল্যান্ডে করোনা ভাইরাসের রেকর্ড সংক্রমণ ঘটেছে। ফলে দেশটিতে শনিবার ‘রেড জোন’ লকডাউন চালু করা হয়েছে। প্রাইমারি স্কুল ও রেস্টুরেন্টসমূহ আংশিক বন্ধ করে দেয়া হয়েছে। সত্তরোর্ধ সকল বয়স্ক লোককে বাড়িতে অবস্থান করতে বলা হয়েছে।

এছাড়া পাঁচজনের অতিরিক্ত লোকের এক জায়গায় জড়ো হওয়া ছাড়াও বিয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর তিন কোটি ৮০ লাখ লোক কেবল শুক্রবারই ১৩ হাজার ৬৩২ জনের করোনায় আক্রান্ত হওয়া প্রত্যক্ষ করার প্রেক্ষাপটে পোল্যান্ড লকডাউনের এই উদ্যোগ নিয়েছে।

(ঢাকাটাইমস/২৪অক্টোবর/জেবি)