‘আমরা গর্ব করে বলতে চাই দেশে শান্তি আছে’

প্রকাশ | ২৪ অক্টোবর ২০২০, ১৮:৫২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

ভবিষ্যতের বাংলাদেশ রাজনৈতিক দলাদলি ও হানাহানি মুক্ত হবে। সারাদেশে শান্তি বিরাজ করবে। দেশের ভবিষ্যৎ প্রজন্ম যেন গর্ব করে বলতে পারে– বাংলাদেশ দেশে শান্তি আছে। জাতিসংঘ দিবসে এমনটাই প্রত্যাশা করছে সামাজিক সংগঠন ‘ঢাকাবাসী’।

শনিবার জাতিসংঘ দিবস উপলক্ষে ঢাকাবাসী সংগঠন ও ঢাকাস্থ জাতিসংঘ তথ্যকেন্দ্র আয়োজিত এক র‌্যালি শেষে ঢাকাবাসী সংগঠনের সভাপতি এবং দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম সার্ক যুব স্বর্ণপদক বিজয়ী শুকুর সালেক এসব কথা বলেন।

তিনি বলেন, ‘জাতিসংঘ চায় সারাবিশ্বে শান্তি বজায় থাকুক। আমাদের দেশ যেন শান্তির নীড় থাকে এটা আমরা চাচ্ছি। আমাদের যে রাজনৈতিক দলাদলি, হানাহানি এটা থেকে আমরা বের হয়ে আসতে চাই। আমাদের দেশ বিশ্বের অন্যান্য দেশের মতো শান্তিপ্রিয় আমাদের পরবর্তী প্রজন্ম যেন এমন একটা পরিবেশ পায় আমরা সেটি চাচ্ছি। আমরা গর্ব করে বলতে চাই, আমাদের দেশে শান্তি আছে।‘

র‍্যালির উদ্বোধন করেন, ঢাকাবাসীর প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ আওয়ামী লীগ এর উপদেষ্টা পরিষদের সদস্য ইনাম আহমেদ চৌধুরী।

বিন বাদক আব্দুল কাদের এর বিন বাজনায় হাজারীবাগ পার্ক থেকে শুরু করে রালীটি ঢাকাবাসীর কার্যালয়ে গিয়ে শেষ হয়। রূপালী ব্যাংক লি. এর সৌজন্যে অনুষ্ঠিত হয়।

র‍্যালি ছাড়াও দিবসটি উপলক্ষ্যে দুঃস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ, সাবেক সচিব ও রাষ্ট্রদূত ফারুক আহম্মেদ চৌধুরী স্মৃতি চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ছাদে বৃক্ষরোপণ করে সংগঠনটি।

এসময় অন্যদের মধ্যে বাংলাদেশ জাতীয় যুব সংগঠন ফেডারেশনের সভাপতি দুলাল বিশ্বাস, ঢাকাবাসীর মহাসচিব শেখ খোদা বকস, ঢাকাবাসীর আন্তর্জাতিক সচিব সাকিব সালেক, মহানগর কমিটির আহ্বায়ক লূৎফর আহসান বাবু, সাধারণ সম্পাদক হুমায়ুন আহম্মেদ মন্টু, সাংগঠনিক সম্পাদক রাশেদ মাহমুদ, ঢাকাবাসীর আজীবন সদস্য জুনায়েদ আমিন মানি ও খোরশেদ আলম, ঢাকাবাসীর উপদেষ্টা আজফারুজ্জামান সোহরাব উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/২৪অক্টোবর/কারই