মাঝ রাস্তায় ব্ল্যাক প্যান্থার!

প্রকাশ | ২৫ অক্টোবর ২০২০, ১০:১০

ঢাকাটাইমস ডেস্ক

পিচঢালা ব্যস্ত রাস্তা। চলছে যাত্রীবাহী বিভিন্ন যানবাহন। এরই মাঝে পাশের ঝোপ থেকে হঠাৎ বেরিয়ে এলো ভয়াল দর্শন ব্ল্যাক প্যান্থার। আতঙ্কে জড়োসড়ো হয়ে পড়লেন গাড়ির যাত্রীরা। কিন্তু সহসাই লাফ দিয়ে পাশের পাহাড়ে মিলিয়ে গেল বিল প্রজাতির কালো বাঘটি।

সম্প্রতি এ ঘটনা ঘটেছে ভারতের দার্জিলিংয়ের পুসিমবেং চা বাগানে। একটি ভিডিওতে ধরা পড়েছে সেই দৃশ্য।

এর মাস খানেক আগে মিরিকে দেখা গিয়েছিল ব্ল্যাক প্যান্থার। এবারও সেই দার্জিলিং পার্বত্যাঞ্চলে দেখা দিল দুর্লভ প্রাণী।

বর্তমানে বিশ্বজুড়েই দুর্লভ প্রাণীর তালিকায় প্যান্থার। প্রাণী বিজ্ঞানীদের দাবি, ভারতে এই ব্ল্যাক প্যান্থারের দেখা মেলে কর্ণাটক, তামিলনাডু ও কেরলের গভীর জঙ্গলে। আসামের জঙ্গলেও এদের দেখা যায়।

(ঢাকাটাইমস/২৫অক্টোবর/কেআর)