মুশফিককে নিয়ে বিশেষ পরিকল্পনায় রুবেলরা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ১১:১৪ | প্রকাশিত : ২৫ অক্টোবর ২০২০, ১১:১১

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে নেমে ইনজুরিতে পড়েছিলেন মুশফিকুর রহিম। সেই চোটের অগ্রগতি হয়েছে। সব ঠিক থাকলে নাজমুল একাদশের হয়ে ফাইনালে মাঠে নামবেন তিনি। তবে মুশফিক খেলায় ফিরলেও মাঠে তাকে স্বস্তি দিতে চান না রুবেল হোসেন। এজন্য আলাদা রণকৌশল সাজিয়েছে তারা।

নতুন সূচি অনুযায়ী আজ দুপুর দেড়টায় মাঠে গড়াবে বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনাল ম্যা। সেখানে মুখোমুখি হবে দুই দল নাজমুল একাদশ ও মাহমুদুল্লাহ একাদশ। এই ম্যাচে উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকের খেলা নিয়ে শঙ্কা থাকলেও শেষ অবধি সেই শঙ্কা কাটিয়ে মাঠে নামার অপেক্ষায় তিনি। যদিও ঝুঁকি এড়াতে মুশফিককে উইকেটের পিছনের দায়িত্ব নাও দেখা যেতে পারে।

চোট কাটিয়ে গতকাল (শনিবার) ব্যক্তিগত অনুশীলন সেরেছেন মুশফিক। টাইগার ক্রিকেটের অভিজ্ঞ এই ক্রিকেটারের প্রত্যাবর্তনে খানিক চিন্তা বেড়েছে প্রতিপক্ষ দল মাহমুদুল্লাহ একাদশের। কারণ পরিষ্কার, এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিক। ব্যাট হাতে ৪ ম্যাচে ২০৭ রান করেছেন তিনি।

২৫ তারিখের ফাইনালে মুশফিককে দ্রুত ফেরাতে পারলে কাজটা সহজ হবে রুবেলদের। এজন্য তাকে নিয়ে আলাদা পরিকল্পনা করেছে মাহমুদুল্লাহ বাহিনী। সেই পরিকল্পনা অনুযায়ী মুশফিককে আটকাতে চান রুবেল।

এই প্রসঙ্গে রুবেল বলেন, ‘মুশফিক ভাইয়ের সঙ্গে এর আড়েও অনেক ম্যাচ খেলেছি। আমরা জানি যে মুশফিক ভাই বাংলাদেশের সেরা ব্যাটসম্যান। মুশফিক ভাইকে নিয়ে তো অবশ্যই আমাদের পরিকল্পনা আছেই।’

রুবেল আরও বলেন, ‘আমাদের দলের একটা পরিকল্পনা আছে যে কিভাবে তাকে বোলিং করতে পারি। সেই পরিকল্পনা অনুযায়ী চেষ্টা করবো বোলিং করার।’

(ঢাকাটাইমস/২৫ অক্টোবর/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :