পেসারদের সাফল্যে খুশি তাসকিন

প্রকাশ | ২৫ অক্টোবর ২০২০, ১১:২৬

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

বিসিবি প্রেসিডেন্টস কাপে পেসারদের সাফল্যে খুশী পেসার তাসকিন আহমেদ। মূলত পেসাররা উন্নতি করেছে এবং ব্যাটসম্যানদের চাপে ফেলতে সক্ষম হয়েছে।

তার মতে, বোলাররা কন্ডিশন থেকে সুবিধা পেয়েছে, সেই সাথে পরিকল্পনা অনুযায়ী বোলিং করতে পেরেছে এবং ধারাবাহিক থাকতে পেরেছে।
আজ তাসকিন বলেন, ‘অনেক প্রতিদ্বন্দিতা হয়েছে, তবে বোলাররা এখান থেকে বেশ সহায়তা পেয়েছে। বোলাররা ধারাবাহিকভাবে ভালো করেছে। ব্যাটসম্যানরা কঠিন পরীক্ষা ফেলেছে তারা। বিশেষভাবে নতুন বলে প্রথম পাওয়ার প্লেতে।’

তিনি আরও বলেন, ‘বোলারদের এখানে কৃতিত্ব দিতে হবে যে, তারা ধারাবাহিকভাবে ভাল জায়গায় বোলিং করেছে, পরিকল্পনা অনুযায়ী খেলেছেন। কোন ব্যাটসম্যানকে সহজে খেলার সুযোগ দেয় না। আর পেসাররা খুবই ভাল করেছে। এটি একটি ভাল জিনিস, ইতিবাচক বিষয় হচ্ছে বোলাররা দ্রুত উন্নতি করছে।’

নিজের পারফরমেন্সেও বেশ খুশী তাসকিন। কিন্তু তিন মনে করেন, তার বোলিংএ আরও উন্নতির প্রয়োজন রয়েছে।

তাসকিন বলেন, ‘এই টুর্নামেন্টে আমাদের সকল পেসাররাই ভালো করেছে। প্রত্যকেই বেশ মিতব্যয়ী ও নতুন-পুরাতন বলে উইকেট শিকার করতে পেরেছে। আমি যদি নিজেকে মূল্যায়ন করতে চাই, তবে আগের চেয়ে ভালো। তবে আমার আরও উন্নতি করা দরকার এবং আগের চেয়ে আমি আরও ভালো করতে চাই। আমি কাজ করছি, আশা করছি, সামনে আরও ভালো কিছু হবে।’

আজ দুপুর দেড়টায় বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনালে মাহমুদুল্লাহ একাদশের বিপক্ষে নাজমুল একাদশের হয়ে খেলবেন তাসকিন। ফাইনালেও নিজের সেরাটা দেয়ার প্রত্যাশা করছেন তাসকিন।

তিনি বলেন, ‘বিসিবি প্রেসিডেন্টস কাপে এখন পর্যন্ত আমার কাছে দুর্দান্ত। দীর্ঘদিন পর সাদা বলের ক্রিকেটে খেলতে পেরে ভালো লাগছে। সবগুলো ম্যাচই প্রতিদ্বন্দিতাপুর্ন ও উপভোগ্য হয়েছে।’

তাসকিন বলেন, ‘ফাইনালে চ্যাম্পিয়ন হওয়াই প্রধান লক্ষ্য। কারন আমাদের দল চার ম্যাচের মধ্যে তিনটিতে জিতেছে এবং সকলেই অনেক চেষ্টা করেছে ও কঠোর পরিশ্রম করেছে। মাঠে নিজ নিজ জায়গা থেকে সেরাটা দেয়ার চেষ্টা করছে।’

(ঢাকাটাইমস/২৫ অক্টোবর/এআইএ)