করোনায় আরও ২৩ জনের মৃত্যু, শনাক্ত ১৩০৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ১৭:০৪ | প্রকাশিত : ২৫ অক্টোবর ২০২০, ১৫:৫০
ফাইল ছবি

মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে এক হাজার ৩০৮ জন।

সবমিলিয়ে দেশে মৃত্যু হয়েছে পাঁচ হাজার ৮০৩ জনের। আর শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৯৮ হাজার ৮১৫ জন।

রবিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১১১টি ল্যাবরেটরিতে ১১ হাজার ৭৫৭টি নমুনা সংগ্রহ এবং ১১ হাজার ১০৩টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা সংখ্যা দাঁড়িয়েছে ২২ লাখ ৫৭ হাজার ৫৮৯টি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও এক হাজার ৫৪৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে তিন লাখ ১৫ হাজার ১০৭ জন হয়েছে।

পরীক্ষার বিবেচনায় সংক্রমণ শনাক্তের হার ১১ দশমিক ৭৮ শতাংশ। আর এখন পর্যন্ত দেশে সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।

দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৮ মার্চ। আর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।

এদিকে করোনা মহামারিতে বিশ্বে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা সোয়া চার কোটি ছাড়িয়ে গেছে। আর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে সাড়ে ১১ লাখ।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে শনাক্তের দিক থেকে বাংলাদেশের অবস্থান অষ্টাদশ। আর মৃতের সংখ্যায় রয়েছে ৩১তম অবস্থানে।

(ঢাকাটাইমস/২৫অক্টোবর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :