হামলা হলে প্রয়োজনে পাল্টা হামলা: এস এম জাহাঙ্গীর

প্রকাশ | ২৫ অক্টোবর ২০২০, ১৬:১৯ | আপডেট: ২৫ অক্টোবর ২০২০, ১৯:০৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

ভোটের মাধ্যমে হামলার জবাব দেয়ার আহ্বান জানিয়ে ঢাকা-১৮আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর বলেছেন, ‘আমাদের কোনো নেতাকর্মীর ওপর হামলা চালানো হয়, প্রয়োজনে পাল্টা হামলা হবে।’

শনিবার রাতে ঢাকা মহানগর উত্তর বিএনপির সহ সাধারণ সম্পাদক মোস্তফা জামানের কামারপাড়ার রানাভোলার বাড়িতে হামলার ঘটনা প্রসঙ্গ টেনে রবিবার প্রচারণা চালানোর সময় তিনি এই হুঁশিয়ারি দেন।

জাহাঙ্গীর হোসেন বলেন, ‘রাতের আঁধারে তারা আমাদের নেতাকর্মীদের বাড়িতে হামলা চালিয়েছে। এর জবাব আমরা ১২ নভেম্বর ভোটের মাধ্যমে দেব।’

হামলা-মামলা করে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না- এমন দাবি করে তিনি বলেন, ‘হামলা-মামলা করে আমাদের দমিয়ে রাখতে পারবেন না। আমরা নির্বাচন করছি, নির্বাচন করবো।’ নেতাকর্মীসহ সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান জাহাঙ্গীর।

সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, রাত ১টার দিকে একদল যুবক মোটরসাইকেল থেকে নেমে ওই বাড়ি লক্ষ্য করে ডিম, ইটপাটকেল, মূল ফটকে কাঠ ছুড়ে মারছে। মোস্তফা জামান ওই বাড়িতে বসবাস না করলেও তার মা থাকেন বলে জানা গেছে।

মোস্তফা জামানের বাসায় গিয়ে তার পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এস এম জাহাঙ্গীর। সেখানে নেতাকর্মীদের উদ্দেশে জাহাঙ্গীর বলেন, ‘আমরা শান্তিপূর্ণ থাকতে চাই। অশান্তি ডেকে আনবেন না, কারো জন্যই মঙ্গল হবে না। নেতাকর্মীদের বলব, ভোট কেন্দ্রে গিয়ে প্রমাণ করবেন।’

এস এম জাহাঙ্গীর বলেন, ‘প্রশাসনকে বলত চাই, আমরা শান্তিপূর্ণ জনতা, শান্তিতে থাকতে চাই। আপনারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপারগুলো দেখবেন। আমি রাতে ফোন করেছি, ভিডিও ফুটেজ আছে, দেখে যদি ব্যবস্থা না নেন আমরা অন্য ব্যবস্থা নিতে বাধ্য হবো।’

পরে তৃতীয় দিনের মতো ধানের শীষের পক্ষে উত্তরখান আটিপাড়া বাজার থেকে গণসংযোগ শুরু করেন জাহাঙ্গীর।

সেখানে তিনি এলাকাবাসীর উদ্দেশে বলেন, ‘আওয়ামী লীগ যতই ভয়ভীতি দেখাক, আপনারা ১২ নভেম্বর ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোট স্বাধীনভাবে পছন্দের ব্যক্তিকে ভোট দেবন। মনে রাখবেন, আমার আপনার লড়াই হচ্ছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াই, সন্ত্রাস ধর্ষণের বিরুদ্ধে লড়াই।’

পরে বিপুলসংখ্যক নেতাকর্মী সঙ্গে নিয়ে হেলাল মার্কেট, চামুরখান, মৈনারটেক, মাস্টার বাড়ি, আটিপাড়া হয়ে রাজবাড়ীতে গণসংযোগ করেন এস এম জাহাঙ্গীর।

(ঢাকাটাইমস/২৫অক্টোবর/বিইউ/জেবি)