মুন্সীগঞ্জে ৯’শ ইয়াবা জব্দ, সাত রোহিঙ্গাসহ গ্রেপ্তার ৮

মুন্সীগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ১৬:৪৬ | প্রকাশিত : ২৫ অক্টোবর ২০২০, ১৬:৩০

মুন্সীগঞ্জ সদরে ইয়াবাসহ সাত রোহিঙ্গা ও তাদের সহযোগী স্থানীয় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকালে সদর উপজেলার মুক্তারপুর থেকে আটক করা হয়। রবিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।

অভিযানকালে তাদের থেকে ৯০০টি ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৯০ হাজার টাকা জব্দ করা

আটকদের মধ্যে আজু বেগম, নুর জাহান, নুর বেগম, জিয়া বল, সুমাইয়া আক্তার, শাকিলা, নুর কায়দা রোহিঙ্গা এবং তাদের সহযোগী রাজেশ ওরফে রাশেদের বাড়ি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায়। তাদের বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় একটি মামলা হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান জানান, গোপন সংবাদে অভিযান চালিয়ে নারীসহ ওই সাত রোহিঙ্গাকে আটক করা হয়। তাদের নিয়ে মুক্তারপুর এলাকায় অভিযান চালিয়ে লৌহজংয়ের রাজেশকে আটক করা হয়। তাদের থেকে ৯০০টি ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৯০ হাজার টাকা জব্দ করা হয়। স্থানীয় রাজেশের সহযোগিতায় তারা একটি চক্র হিসাবে কাজ করছিল। তবে কবে থেকে সাত রোহিঙ্গা মুন্সীগঞ্জে আছেন, তা এখনো জানা যায় নি। চক্রটির সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে অনুসন্ধান করা হবে বলে জানান ওসি।

(ঢাকাটাইমস/২৫অক্টোবর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :