আড়ৎ থেকে অবমুক্ত চার বক

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ অক্টোবর ২০২০, ১৮:০১

নাটোরের সিংড়া সিংড়া মৎস্য আড়ৎ এলাকা থেকে চারটি বক পাখি উদ্ধার করেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা। রবিবার দুপুরে এগুলো উপজেলা প্রশাসনের সহযোগিতায় অবমুক্ত করেন তারা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শীতের শুরুতে চলনবিলে মাছ খাওয়ার লোভে ঝাঁকে ঝাঁকে পাখি আসে। আর এই সুযোগে কিছু অসাধু শিকারী বিভিন্ন ফাঁদ পেতে পাখি শিকারে মেতে উঠে। রবিবার মৎস্য আড়ৎ এলাকা থেকে চারটি বক উদ্ধার করে পরিবেশকর্মীরা। পরে পাখিগুলো উপজেলা প্রশাসনিক ভবনের সামনে অবমুক্ত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, ইউএনও নাসরিন বানু, এসিল্যান্ড রকিবুল হাসান, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কলম প্রকৃতি ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি হারুন অর রশিদ ও পরিবেশকর্মী হাসান ইমাম প্রমুখ।

(ঢাকাটাইমস/২৫অক্টোবর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :