প্রেসিডেন্টস কাপে কে কী পুরস্কার পেলেন?

প্রকাশ | ২৫ অক্টোবর ২০২০, ২০:৪৪

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

শেষ হলো বিসিবি প্রেসিডেন্টস কাপ। রবিবার ফাইনাল ম্যাচে নাজমুল একাদশকে ৭ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মাহমুদউল্লাহ একাদশ। এদিন নাজমুল একাদশের দেয়া ১৭৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২৯.৪ ওভারে ৩ হারিয়ে জয় তুলে নেয় মাহমুদউল্লাহ একাদশ।

টুর্নামেন্টে কে কী পুরস্কার পেল তা এক নজরে দেখে নেয়া যাক:

চ্যাম্পিয়ন: মাহমুদউল্লাহ একাদশ

রানার্স আপ: নাজমুল একাদশ

ম্যান অব দ্য ফাইনাল: সুমন খান (মাহমুদউল্লাহ একাদশ)

ম্যান অব দ্য টুর্নামেন্ট: মুশফিকুর রহিম (নাজমুল একাদশ)

ফাইনাল ম্যাচের সেরা ব্যাটসম্যান: ইরফান শুক্কুর (নাজমুল একাদশ)

ফাইনাল ম্যাচের সেরা বোলার: সুমন খান (মাহমুদউল্লাহ একাদশ)

ফাইনাল ম্যাচের সেরা ফিল্ডার: নুরুল হাসান সোহান (মাহমুদউল্লাহ একাদশ)

টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান: ইরফান শুক্কুর (নাজমুল একাদশ)

টুর্নামেন্টের সেরা বোলার: রুবেল হোসেন (মাহমুদউল্লাহ একাদশ)

টুর্নামেন্টের সেরা ফিল্ডার: নুরুল হাসান সোহান (মাহমুদউল্লাহ একাদশ)

বেস্ট কামব্যাক প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট: তাসকিন আহমেদ (নাজমুল একাদশ)

বেস্ট প্রমিজিং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট: রিশাদ আহমেদ (নাজমুল একাদশ)

স্পেশাল অ্যাওয়ার্ড: মোহাম্মদ সাইফউদ্দিন (তামিম একাদশ), মেহেদী হাসান (তামিম একাদশ), সুমন খান (মাহমুদউল্লাহ একাদশ), আফিফ হোসেন (নাজমুল একাদশ), তৌহিদ হৃদয় (নাজমুল একাদশ)।

(ঢাকাটাইমস/২৫ অক্টোবর/এসইউএল)