ব্রাজিলে গিয়ে লাশ হয়ে দেশে বড়লেখার যুবক

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ অক্টোবর ২০২০, ২১:৫৫

পরিবারের ভাগ্য ফেরাতে ব্রাজিলে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে লাশ হয়ে দেশে ফিরলেন মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মুত্তাকিন আহমদ রায়হান (২৫)। রবিবার রায়হানের মরদেহ বিমানের একটি ফ্লাইটে করে ঢাকায় হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

তিনি উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের চরগ্রাম গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে নিহত মুত্তাকিনের বাবা সিরাজ উদ্দিন বলেন, রবিবার ভোর ৫টায় রায়হানের মরদেহ বিমানবন্দরে পৌঁছায়। পরে মরদেহ বিমানবন্দর থেকে আমরা গ্রহণ করি।

এদিকে রবিবার সকালে রায়হানের লাশবাহী গাড়ি বাড়িতে ফিরলে চারিদিকে কান্নার রোল পড়ে যায়। মুত্তাকিনকে এক নজর দেখতে তার আত্মীয়-স্বজন ও শত শত উৎসুক জনতা ভিড় জমান। এরপর তার লাশ বাড়িতে কিছুক্ষণ রেখে নিয়ে যাওয়া হয় নান্দুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সেখানে অনুষ্ঠিত হয় তার নামাজের জানাজা।

শত শত বন্ধু-স্বজনের অশ্রুসিক্ত নয়নে শেষ বিদায় নেন রায়হান। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, ছয় বছর আগে জীবিকার তাগিদে তিনি ব্রাজিলে পাড়ি জমিয়েছিলেন রায়হান। সাও পাওলোতে তিনি উবার চালাতেন। প্রতিদিনের মতো রায়হান শুক্রবার সন্ধ্যায় ট্যাক্সি নিয়ে বের হন। রাত সাড়ে ৮টার দিকে সাওপাওলো শহরে দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে। তবে ঠিক কী কারণে রায়হান খুন হয়েছেন, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য জানা যায়নি। এ ঘটনায় ব্রাজিলে হত্যা মামলা হয়েছে। মামলাটি হত্যাকাণ্ড ও ব্যক্তিগত সুরক্ষা অধিদপ্তর (ডিএইচপিপি) তদন্ত করছে।

(ঢাকাটাইমস/২৬অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :