চীনের সঙ্গে যুদ্ধের তারিখ ঠিক করেছেন মোদি: বিজেপি নেতা

প্রকাশ | ২৬ অক্টোবর ২০২০, ১১:৪৪

আন্তর্জাতিক ডেস্ক

চীনের সঙ্গে লাদাখ সীমান্তে উত্তেজনা চলছে ভারতের। এমন অবস্থায় দেশটির উত্তর প্রদেশ বিজেপির সভাপতি স্বতন্ত্র দেব সিং দাবি করেছেন চীনের সঙ্গে যুদ্ধের তারিখ ঠিক করে রেখেছেন মোদি। এছাড়া রাম মন্দির নির্মাণ ও কাশ্মীরের ৩৭০ ধারা তোলার ক্ষেত্রেও মোদি তারিখ ঠিক করেছিলেন বলে জানিয়েছেন তিনি।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে স্বতন্ত্র দেব সিংকে বলতে শোনা যাচ্ছে, ‘রাম মন্দির তৈরি ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই ঠিক করেছিলেন। ঠিক তেমনি ভাবে পাকিস্তান ও চীনের সঙ্গে যুদ্ধের তারিখও তিনি ঠিক করে রেখেছেন। সেই অনুযায়ী কাজ হবে।’ খবর সংবাদ প্রতিদিনের

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক সঞ্জয় যাদবের বাড়িতে গিয়েছিলেন রাজ্য সভাপতি স্বতন্ত্র দেব সিং। সেখানে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে এই মন্তব্য করেন তিনি। এর পাশাপাশি সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টির কর্মীদের সঙ্গে জঙ্গিদেরও তুলনা করেন।

এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে স্থানীয় সাংসদ রবীন্দ্র কুশওয়া জানান, দলীয় কর্মীদের উজ্জ্বীবিত করার জন্য এই মন্তব্য করেছেন উত্তরপ্রদেশের বিজেপি সভাপতি।

রবিবার চীনের বিরুদ্ধে তোপ দাগেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। দার্জিলিংয়ে সুকনায় ভারতীয় সেনার ৩৩ নম্বর কর্পসের সদর দপ্তরে ‘শস্ত্র পুজো’ করেন তিনি। তারপর দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, ‘আমি বিশ্বাস করি দেশের এক ইঞ্চি জায়গা কাউকেই দখল করতে দেবে না ভারতীয় সেনাবাহিনী।’

বিজয় দশমীর অনুষ্ঠান থেকে চীনকে হুঁশিয়ারি দিয়েছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবতও। ভারতীয় সেনার প্রতি তার অগাধ আস্থা রয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের অতি অবশ্যই প্রস্তুত হতে হবে। তবে ভারতীয় সেনাও চীনের দুঃসাহসিকতার উপযুক্ত জবাব দিয়েছে।’

ঢাকা টাইমস/২৬অক্টোবর/একে