যুক্তরাষ্ট্রে ভোটের আগেই ভোট

প্রকাশ | ২৬ অক্টোবর ২০২০, ১৩:০২ | আপডেট: ২৬ অক্টোবর ২০২০, ১৩:২৭

আন্তর্জাতিক ডেস্ক

করোনাকালে ভোটের আগেই ভোট দেয়া পছন্দ করছেন মার্কিনিরা। শনিবার রাত পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এরই মধ্যে ভোট দিয়েছেন পাঁচ কোটি ৩০ লাখ মানুষ। এর মধ্যে ফ্লোরিডা এবং টেক্সাসের ভোটারের সংখ্যা সবচেয়ে বেশি। পোস্টে অথবা কেন্দ্রে গিয়ে অধিকাংশ মানুষ আগাম ভোট দিয়ে এসেছেন।

আগামী ৩ নভেম্বর মার্কিন নির্বাচন। ওই দিনই বুথে গিয়ে মার্কিন জনগণের ভোট দেওয়ার কথা। তবে দীর্ঘ দিন ধরেই যুক্তরাষ্ট্রে আগাম ভোট দেওয়ার সুযোগ আছে। মূলত পোস্টাল ব্যালটের মাধ্যমে আগাম ভোট দিতে পারেন মার্কিন জনগণ।

এছাড়াও বিভিন্ন এলাকায় আগাম ভোট দেয়ার কেন্দ্র তৈরি করা হয়। সেখানে গিয়েও ভোট দিয়ে আসা যায়। করোনাকালে যুক্তরাষ্ট্রের প্রতিটি রাজ্যেই তৈরি করা হয়েছে আগাম ভোটের সেন্টার। ৩ নভেম্বর ভোটের লাইন এড়াতে বহু মানুষ আগেই ভোট দিচ্ছেন।  গত শনিবার ফ্লোরিডায় আগাম ভোট দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।

বিশেষজ্ঞদের বক্তব্য, যত দিন যাচ্ছে, আগাম ভোট দেওয়ার প্রবণতা তত বাড়ছে। গত দুই দশকে আগাম ভোটের পরিমাণ বেড়েছে প্রায় পাঁচ গুণ। করোনাকালে আগাম ভোটের সংখ্যা রেকর্ড বৃদ্ধি পেয়েছে। ভোটের এখনো এক সপ্তাহ বাকি, এখনই ২০১৬ সালের আগাম ভোটের রেকর্ড ছাড়িয়ে গিয়েছে।

আগাম ভোট এবং পোস্টাল ব্যালট নিয়ে অবশ্য বহু দিন থেকেই বিতর্ক শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। তার বক্তব্য, এর ফলে কারচুপির যথেষ্ট সম্ভাবনা আছে। প্রথম প্রেসিডেনশিয়াল বিতর্কেও এ প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করেছিলেন ট্রাম্প। এমনকি দাবি করেছিলেন, আগাম ভোট এবং পোস্টাল ভোট বেশি পড়লে ভোটের ফলাফল নাও মানতে পারেন তিনি। যদিও তিনি নিজেই আগাম ভোট দিয়ে এসেছেন।

আগাম ভোটের পরিসংখ্যান দেখে মার্কিন নির্বাচন বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য, এ বছর রেকর্ড সংখ্যক ভোট পড়তে পারে। বিভিন্ন রাজ্যে যে পরিমাণ আগাম ভোট পড়ছে, তা ২০১৬ সালের মোট ভোটের ৩০-৪০ শতাংশ পর্যন্ত পৌঁছে গিয়েছে। সূত্র: ডয়চে ভেলে

ঢাকা টাইমস/২৬অক্টোবর/একে