তরুণদের প্রশংসায় বিসিবি সভাপতি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ অক্টোবর ২০২০, ১৩:২৩

সদ্য সমাপ্ত বিসিবি প্রেসিডেন্টস কাপে আলো ছড়িয়েছেন বোলাররা, বিশেষ করে পেসাররা। তবে ব্যাটসম্যানদের অনেকেই ভুগেছেন রান খরায়। তরুণ ব্যাটসম্যানদের বেশিরভাগই ছিলেন ম্লান। আর এতে হতাশা প্রকাশ করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে তরুণদের নিয়ে সন্তুষ্ট বিসিবি বস।

পাপন বলেন, ‘নিয়মিত যেসব খেলোয়াড়দের কাছে আমরা রান আশা করেছিলাম সেটা হয়নি। অবশ্য মুশফিক নিয়মিত ছিল। লিটন শেষ ম্যাচে গিয়ে রান পেয়েছে, ছন্দে ফিরেছে। ইতিবাচক দিক হলো নতুন অনেকে ভালো করছে।’

বিসিবি প্রেসিডেন্টস কাপে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন নাজমুল একাদশের ইরফান শুক্কুর। ঘরোয়া ক্রিকেটের নিয়মিত এই পারফর্মার আরেকটু হলে সর্বোচ্চ রান সংগ্রহাকই হতে পারতেন। একই দলের তৌহিদ হূদয়ের পারফরম্যান্সও দৃষ্টি কেড়েছে। পাপন আলাদা করে বললেই এই দুইজনের কথা। সাথে প্রশংসা ঝড়ল ফাইনালের আগে বাদ পড়া তামিম একাদশের হয়ে খেলা জাতীয় দলের মেহেদী হাসানের জন্য।

‘আমাদের ভালো যারা আছে, তারা তো আছেই। নতুন আরও কিছু খেলোয়াড় পেয়েছি। ইরফান শুক্কুর ধারাবাহিকভাবে রান করেছে। সব ম্যাচে খুব চাপের মধ্যে এসে সে পারফর্ম করেছে। তৌহিদ হৃদয় খুব একটা ভালো করেনি, কিন্তু জুটিতে থেকেছে। মুশফিকের সাথে বলুন, ইরফানের সাথে বলুন, সে সাপোর্ট দিয়ে গেছে। মেহেদী হাসান, তাকে ত আগে থেকেই চিনি। অলরাউন্ডার হিসেবে ওর ভালো সম্ভাবনা আছে।’

বোর্ড সভাপতি আরও বলেন, ‘এই ছেলেগুলোর কথা চিন্তা করে খেলোয়াড় নেই তা আর বলতে পারব না। নির্বাচকরা এখন দল কীভাবে বানায় সেটাই ভাবছিলাম। পেস বোলিং আমাদের বড় ‍দুর্বলতা ছিল। এই প্রথম একটা টুর্নামেন্ট দেখলাম যেখানে পেসাররা ভালো করেছে।’

(ঢাকাটাইমস/২৬ অক্টোবর/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :