ফ্রান্সে নবীর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ভোলায় মানববন্ধন

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৬ অক্টোবর ২০২০, ১৪:২৬ | প্রকাশিত : ২৬ অক্টোবর ২০২০, ১৪:০১

ফ্রান্সের রাষ্ট্রীয় সংবাদপত্রে হযরত মুহাম্মদ (সা.)’র ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ভোলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে সাধারণ শিক্ষার্থীরা। সোমবার বেলা ১১টার দিকে ভোলা প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন হয়।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা ভোলা শহরে বিক্ষোভ মিছিল করে। পরে প্রেসক্লাব চত্বরে এসে ফ্রান্সের পতাকায় আগুন দিয়ে প্রতিবাদ জানায় তারা।

এসময় বক্তারা বলেন, ফ্রান্স সরকার রাষ্ট্রীয়ভাবে পুলিশ পাহারায় নবীর ব্যঙ্গচিত্র প্রদর্শন করে বিশ্ব মুসলিমের কলিজায় আঘাত হেনেছে। ফ্রান্স সরকারকে অবিলম্বে এ ধৃষ্টতাপূর্ণ ব্যঙ্গচিত্র প্রচারণা বন্ধ করতে হবে। অন্যথায় ফ্রান্সের বিরুদ্ধে সারাবিশ্বে প্রতিবাদের দাবানল ছড়িয়ে পড়বে এবং নবীপ্রেমিকরা ফ্রান্সের পণ্যবর্জন করতে বাধ্য হবে।’

বক্তারা বিশ্বশান্তির দূত হযরত মুহাম্মদ (সা.)’র অবমাননা বন্ধে ফ্রান্সের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর জন্য মুসলিম বিশ্বের প্রতি আহ্বান।

মানববন্ধনে বক্তব্য দেন ভোলা নাগরিক কমিটির সদস্য সচিব এসএম বাহাউদ্দিন, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান হ্যাবেন, বিডিএস আহ্বায়ক মামুন, সাইফুল ইসলাম, শরীফ, কাজী মহিবুল্লাহ প্রমুখ।

(ঢাকাটাইমস/২৬অক্টোবর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :