বুলগেরিয়ার প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত

প্রকাশ | ২৬ অক্টোবর ২০২০, ১৫:০১

আন্তর্জাতিক ডেস্ক

বুলগেরিয়ার প্রধানমন্ত্রী বয়কো বরিসভ করোনায় আক্রান্ত হয়েছেন। রবিবার তিনি তার ফেসবুক পেজে এ তথ্য জানান। বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন বলেও জানিয়েছেন তিনি।

সোফিয়া রিজিওনাল হেলথ ইন্সপেকশান এজেন্সি (আরএইচআই) বলছে, শুক্রবার ও শনিবার দু'দিনই বরিসভ করোনার পরীক্ষার করান। কিন্তু সব পরীক্ষায় তার করোনা নেগেটিভ শনাক্ত হয়। এ কারণে আরএইচআই শনিবার তার কোয়ারেন্টিন বাতিল করে।

কিন্তু প্রধানমন্ত্রী তার ফেসবুক একাউন্ট থেকে বলেন, কোয়ারেন্টিন তুলে নেয়া সত্ত্বেও শুক্রবার থেকেই তিনি তার সকল মিটিং ও পাবলিক ইভেন্ট স্থগিত করেন।

বুলগেরিয়ায় এ পর্যন্ত ৩৭ হাজার ৫৬২ জন করোনায় আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ১ হাজার ৮৪ জন।

ঢাকা টাইমস/২৬অক্টোবর/একে