হাতিয়ায় নদীতে লাফ দিয়ে শিশু নিখোঁজ

প্রকাশ | ২৬ অক্টোবর ২০২০, ১৫:২০ | আপডেট: ২৬ অক্টোবর ২০২০, ১৭:১৩

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে পানিতে লাফ দিয়ে খেলার সময় জোয়ারে ভেসে গিয়ে হৃদয় হোসেন (১২) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় ওই শিশুর সঙ্গে থাকা তিন শিশুকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হৃদয়কে উদ্ধারে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও পুলিশ সদস্যরা কাজ করছে।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে তমরদ্দি লঞ্চঘাটে এ ঘটনা ঘটে। নিখোঁজ হৃদয় তমরদ্দি এলাকার রফিক উল্যার ছেলে।

এলাকাবাসী জানায়, হৃদয়সহ চার শিশু সকালে তমরদ্দি লঞ্চঘাটের পাশের নদীর পাড়ের উঁচু জায়গা থেকে নদীতে লাফ দিয়ে খেলছিল। বেলা সাড়ে ১১টার দিকে তারা চারজন পুনরায় মেঘনা নদীতে লাফ দেয়। এসময় জোয়ারের কবলে পড়ে তারা ভেসে যাওয়ার সময় চিৎকার করলে স্থানীয়রা তাদের মধ্যে তিনজনকে উদ্ধার করতে পারলেও হৃদয় ভেসে যায়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, এখনো (দুপুর ১২টা ৫০মিনিট)  পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যরা শিশু হৃদয়কে উদ্ধারের চেষ্টা করছে। 

(ঢাকাটাইমস/২৬অক্টোবর/কেএম)