৪৭ বছর পর আর্সেনালের মাঠে লেস্টারের জয়

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ অক্টোবর ২০২০, ১৫:৩৬

৪৭ বছর পর আর্সেনালের মাঠ এমিরেটসে জিতলো লেস্টার সিটি। গতরাতে ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে লেস্টার সিটি ১-০ গোলে হারিয়েছে আর্সেনালকে। ম্যাচে একমাত্র গোলে লেস্টার সিটিকে জয়ের স্বাদ দিয়েছেন বদলি হিসেবে নামা জেমি ভার্ডি। ১৯৭৩ সালে সর্বশেষ এমিরেটস স্টেডিয়ামে জিতেছিলো লেস্টার।

লিগে আগের ম্যাচেই ম্যানচেষ্টার সিটির কাছে ১-০ গোলে হেরেছিলো আর্সেনাল। তাই জয়ের ধারায় ফিরতে মরিয়া ছিলো তারা। নিজেদের মাঠে খেলা থাকায় জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলো গানাররা।

কিন্তু ম্যাচের শুরু থেকেই গোল খেতে বসেছিলো আর্সেনাল। দ্বিতীয় মিনিটে গোলবার ছেড়ে বল মারতে গিয়ে পারেননি আর্সেনালের গোলক্ষরক বার্নড লেনো। প্রতিপক্ষ খেলোয়াড় জেমস ম্যাডিসনের কাছে বল তুলে দেন তিনি। বল পেয়ে গোলমুখে শট নিয়েছিলেন ম্যাডিসন। বল ক্রসবারের উপর দিয়ে চলে যায়। ফলে গোল হজম থেকে রেহাই পায় আর্সেনাল।

তবে চতুর্থ মিনিটে আর্সেনালকে এগিয়ে দিয়েছিলেন আলেক্সান্দ্রে লাকাজেট্টি। কর্নার থেকে আসা বল হেডে লেস্টারের জালে পাঠিয়ে ছিলেন তিনি। কিন্তু অফসাইডের কারণে গোলটি বাতিল করে দেন রেফারি।

২৪ মিনিটে গোলের ভালো সুযোগ পেয়েছিলো লেস্টার। জেমস জাস্টিন বক্সের বাইরে থেকে শট নিয়ে আর্সেনালের গোলরক্ষকের হাতে পৌছে দেন। গোলের জন্য মরিয়া হয়ে উঠে দুই দলই। কিন্তু কাঙ্খিত গোলের দেখা পাচ্ছিলো না তারা। তাই প্রথমার্ধে স্কোরলাইনে কোন পরিবর্তন হয়নি। প্রথমার্ধে গোলের উদ্দেশে ১০টি শট নিয়েছিলো আর্সেনাল। আর লেস্টারের ছিলো দু’টি।

দ্বিতীয়ার্ধেও লেস্টারের উপর চাপ সৃষ্টি করে খেলতে শুরু করে আর্সেনাল। তবে লেস্টারের রক্ষণদূর্গ ভাঙ্গতেই ঘাম ঝড়েছে আর্সেনালের। ৬০ মিনিটে বদলি হিসেবে নামেন কাফ ইনজুরির কারণে গত দুই ম্যাচে খেলতে না পারা ভার্ডি। সেই ভার্র্ডি বদলি হিসেবে নেমে ৮০তম মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন।

চেঙ্গিস এ্যান্ডারের বাতাসে ভাসানো ক্রস থেকে হেডে আর্সেনালের জালে বলকে পাঠান ভার্ডি। লিগে আর্সেনালের বিপক্ষে ভার্ডির এটি ১১তম গোল।

ম্যাচের শেষ মূর্হুতে ভার্ডির একমাত্র গোলে এগিয়ে গিয়ে শেষ পর্যন্ত ম্যাচ জয়ের স্বাদ পায় ২০১৫-১৬ মৌসুমের লিগ চ্যাম্পিয়ন লেস্টার। লিগে টানা দুই হারের পর জয়ের স্বাদ পেল লেস্টার।

ম্যাচ শেষে ভার্ডি বলেন, ‘আমাদের গত দু’ম্যাচে ফলাফল ভালো ছিলো না। আমরা জয়ের পথে ফিরতে চেয়েছিলাম। ভাগ্যক্রমে আমরা জয়ে ফিরেছি।’

এই জয়ে ৬ ম্যাচে ৪ জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে উঠলো লেস্টার। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলে দশমস্থানে রয়েছে আর্সেনাল।

সাউদাম্পটনের বিপক্ষ ২-০ গোলে হারলেও ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে এভারটন।

দিনের অন্য ম্যাচে এভারটনকে চমকে দিয়েছে সাউদাম্পটন। সাউদাম্পটনের মাঠে ২-০ গোলে হেরেছে এভারটন। এবারের আসরে প্রথম হার তাদের। হারের পরও ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে গোল গড়ে এগিয়ে টেবিলের শীর্ষে আছে এভারটন। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠস্থানে সাউদাম্পটন। আরেক ম্যাচে ১-১ গোলে ড্র করেছে উলভারহ্যাম্পটন ওয়ান্ডার্স ও নিউক্যাসল ইউনাইটেড।

(ঢাকাটাইমস/২৬ অক্টোবর/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :