পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ অক্টোবর ২০২০, ১৬:৪৭

নওগাঁর আত্রাইয়ে দুটি পুকুরে বিষ দিয়ে প্রায় ১৫ লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। গত রবিবার রাতে উপজেলার পাইকড়া গ্রামের ওই দুই পুকুরে বিষ দেয় বলে জানান ভুক্তভোগীরা।

পরে সোমবার সকালে মাছ মরে ভাসতে দেখে প্রতিবেশীরা পাইকড়া মৎস্যজীবি লোককে খবর দিলে তারা থানায় খবর দেয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুটি পুকুরের মধ্যে একটি সরকারি পুকুর, যা তিন বছর মেয়াদে ১০ লাখ টাকায় এবং অপরটি পাঁচ লাখ টাকায় ইজারা নেয় পাইকড়া মৎস্যজীবি সমিতি। পুকুর লিজ নিতে না পেরে স্থানীয় কিছু প্রভাবশালী মহল গত বছর মাছ বিক্রির উপযোগী হলে রাতের আঁধারে বিষ দেয় তারা। এবারও বন্যায় ভেসে যাওয়া থেকে কোন রকমে রক্ষা করতে পারলেও দুর্বৃত্তদের বিষ প্রয়োগে মরে গেছে পুকুরের মাছগুলো।

সমিতির সভাপতি শ্রীপদ প্রাং বলেন, ‘আমরা গরিব মানুষ, খোলা জলাশয়ে মাছ মেরে ও সমিতির মাধ্যমে পুকুর লিজ নিয়ে জীবিকা নির্বাহ করি। শত্রুরা পুকুরে বিষ দিয়ে আমাদের পথে বসিয়ে দিলেন। এখন আমরা কোথায় যাব কি খেয়ে বাঁচব।’

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেম উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সমিতির লোকজনদের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।

(ঢাকাটাইমস/২৬অক্টোবর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :